মটোরোলার নতুন একটি ফোন সম্পর্কে গুজব শোনা যাচ্ছে। এক্সটি-৭০১ নামের এই ফোন সম্পর্কে বলা হচ্ছে এটা চীনের কোন ক্যারিয়ার বিক্রি করবে। সেটের গায়ে চায়না ইউনিকম লেখা ছবি পাওয়া গেছে। সেক্ষেত্রে অন্য যায়গায় অন্য নামে বিক্রি হতে পারে। এতে এন্ড্রয়েড ২.১ অপারেটিং সিষ্টেম ব্যবহার করা হয়েছে। বলা হচ্ছে বার্সিলোনার মোবাইল মেলার আগেই এটা বাজারে পাওয়া যাবে।
এটা এন্ড্রয়েড ফোন এই বিষয়টাই নিশ্চিত, বাকিটা নিশ্চিত হওয়ার উপায় নেই। যা জানা গেছে তাতে এতে বড় আকারের ৩.৭ ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে রয়েছে। রেজ্যুলুশন ৪৮০-৮৫৪। ৫ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে যা দিয়ে ২৫৯২-১৯৪৪ পিক্সেল ছবি উঠানো যাবে। এছাড়া জিপিএস, ওয়াই-ফাই ইত্যাদি রয়েছে। এতে ৩২ গিগাবাইট পর্যন্ত মাইক্রোএসডি কার্ড ব্যবহার করা যাবে।
No comments:
Post a Comment