আগামী মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে কি কি ফোন আসতে যাচ্ছে সে সম্পর্কে কিছুটা ধারনা পাওয়া যাচ্ছে এখন থেকেই। নোকিয়া এই মেলায় অংশ নিচ্ছে না, কাজেই তাদের দিক থেকে সেখানে বড় চমক নেই। নোকিয়ার নিজস্ব পরিকল্পনা কি সেটাও অনুমানের বিষয়। নোকিয়ার বিশেষ একটি ফোন সম্পর্কে যা জানা গেছে তাতে অনুমান করা হচ্ছে তারা মেলার বাইরেই বড় ধরনের আয়োজনের দিকে যাচ্ছে। ৫২৩৩ মডেলের একটি ফোন সে সম্ভাবনা জাগিয়ে তুলেছে।
এটা তাদের ৫২৩০ মডেলের পরবর্তী সংস্করন। কাজেই কমদামী ফোনের দলে এটা ধরে নেয়া যায়। যা জানা গেছে তাতে এতে ৩.২ ইঞ্চি টাচস্ক্রিন থাকবে। ডিসপ্লে রেজ্যুলুশন ৩৬০-৪৬০। ক্যামেরাও একেবারে সাধারন, ২ মেগাপিক্সেল। তবে ইদানিং নোকিয়া মেগাপিক্সেল বাড়ানোর চেয়ে ছবির মানের দিকে বেশি নজর দিয়েছে। আর যা জানা গেছে তাতে এতে জিপিএস থাকবে।
No comments:
Post a Comment