January 2, 2010

আক্রমনের মুখে ফেসবুক-টুইটার Facebook, Twitter to face more attacks

নতুন বছরে জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইট ফেসবুক এবং টুইটার আগের চেয়ে বড় ধরনের আক্রমনের শিকার হতে পারে, আগাম শতর্ক করে দিয়েছে নিরাপত্তা প্রতিস্ঠান ম্যাকাফি ল্যাব তাদের মতে সাইবার ক্রিমিনালদের জন্য ফেসবুকের মত যায়গা তাদের জন্য সুযোগ এনে দিচ্ছে বিশেষ করে এদের সাথে ব্যবহারের জন্য নতুন নতুন সফটওয়্যার তৈরীর কারনে
ম্যাকাফির মতে ২০১০ সালে ব্যাংকিং খাতও বড় ধরনের নিরাপত্তাঝুকির মুখে পড়বে একই সাথে তারা আশা প্রকাশ করেছে এই বিষয়গুলি মোকাবেলা করার জন্য আইনের ব্যবহার আরো কার্যকর করা হবে
ম্যাকাফি সহ আরো অনেকেই কিছুদিন ধরে বলছে আগামীতে সাইবারক্রিমিনালদের আক্রমনের বড় লক্ষ্য হতে যাচ্ছে এডবি বহুদিন থেকেই হ্যাকাররা মাইক্রোসফটের পেছনে লেগে রয়েছে এডবির এক্রোব্যাট রিডার এবং ফ্লাশের কারনে মাইক্রোসফটের বদলে তাদের ওপর প্রধান আক্রমন আসতে পারে সেইসাথে গুগলের কথাও বলা হচ্ছে, তাদের ক্রোম অপারেটিং সিষ্টেমও আক্রমনের সুযোগ বাড়িয়ে দিতে পারে
ইমেইল ব্যবস্থাও এখনও ঝুকিমুক্ত হয়নি বলেও উল্লেখ করেছে তারা ইমেইলের ব্যবহার ক্রমেই বাড়ছে ফলে এর মাধ্যমে ব্যক্তি পর্যায় থেকে শুরু করে বড় প্রতিষ্ঠান কিংবা সরকার পর্যন্ত আক্রমন করা সম্ভব
সাধারনত নিজের পরিচয় গোপন রাখতে হ্যাকাররা বটনেট বা রোবট নেটওয়ার্কি নামে পরিচিত বিশেষ কম্পিউটার ব্যবস্থা ব্যবহার করে এতে রোবট সফটওয়্যার (কিংবা বট, সাধারনত ক্ষতিকর সফটওয়্যার) ইনষ্টল করা সম্ভব হলে সেই কম্পিউটার নিজেই জম্বি/ড্রোন হিসেবে কাজ করে এর মাধ্যমে কোন নেটওয়ার্কের এক্সেস বাধাগ্রস্থ করা হয়, স্প্যাম ছড়ানো হয়, সেই কম্পিউটারের মাধ্যমে সব ধরনের তথ্য আদান প্রদান থেকে তথ্য চুরি করা হয়, কিবোর্ডে কি টাইপ করলে সেটা সংগ্রহ করা হয় ইত্যাদি নানাভাবে অর্থ উপার্জন করা হয় এমনকি গুগলের পে-পার-ক্লিক (পিপিসি) ব্যবস্থায় ভুয়া ক্লিক দেখিয়ে গুগলের এডসেন্স থেকে অতিরিক্ত টাকা নিতে পারে বটনেট বৈধ এবং অবৈধ দুধরনের হয় যেকারনে সরাসরি বন্ধ করা যায় না তবে ম্যাকাফি বলছে এগুলিকে নিয়ন্ত্রনে আনার চেষ্টা ভাল ফল আনছে

No comments:

Post a Comment