এক বিবৃতিতে বলা হয়েছে পর্নোগাফি অনলাইন পরিবেশ এবং সমাজকে বিপুলভাবে কলুসিত করছে। প্রায় ৯ হাজার পর্ণোগ্রাফিক ওয়েবসাইট বন্ধ করে দেয়া হয়েছে। ৫৩৯৪ জনকে অভিযুক্ত করলেও কতজনকে গ্রেফতার করা হয়েছে বা অভিযোগ গঠন করা হয়েছে তা জানানো হয়নি।
বিবৃতিতে বলা হয়েছে চীন ভিত্তিক যেসব সাইট অন্যদেশের সার্ভার ব্যবহার করে অথবা যায়গা ভাড়া নিয়ে এধরনের কাজ করছে তাদের বিরুদ্ধে এই অভিযান। এবিষয়ে তথ্য দিয়ে সাহায্য করলে তাদের পুরস্কার দেয়ার ঘোষনাও দেয়া হয়েছে।
চীনে অনলাইন গেম এবং জুয়া বড় ধরনের সমস্যা বলে চিহ্নিত। তবে সমালোচকরা বলেন এধরনের প্রচারনার আড়ালে তারা রাজনৈতিক মত প্রকাশে যারা কাজ করে তাদেরও বাধা দেয়। অতীতে ইউটিউব, ফেসবুক, টুইটার ইত্যাদি সাইট বন্ধ করে দেয়ার ঘটনা ঘটেছে চীনে। গতবছর সব কম্পিউটারে বাধ্যতামুলক ইন্টারনেট ফিল্টার ব্যবহারের পদক্ষেপ নিলেও জনগনের এবং কম্পিউটার কোম্পানীগুলির বিরোধীতার মুখে তা থেকে সরে আসে।
No comments:
Post a Comment