January 1, 2010

সিইএস-এ ইউএসবি ৩.০ আনছে অনেকেই USB 3.0 at CES 2010


এমাসের ৭ তারিখে লাস-ভেগাসে শুরু হতে যাওয়া বিশ্বের সবচেয়ে বড় ইলেকট্রনিক্স যন্ত্রপাতির প্রদর্শনী কনজুমার ইলেকট্রনিক্স শো তে ইউএসবি ৩.০ ব্যবহার করা যন্ত্রপাতি আনছে একাধিক কোম্পানী। সেখানে এগুলির কর্মক্ষমতা তুলে ধরা হবে সকলের সামনে। এদের মধ্যে রয়েছে বিশ্বের প্রথম ইউএসবি ৩.০ হোষ্ট কন্ট্রোলার তৈরী করা এনইসি। তারা তাদের ইউএসবি ৩.০ পোর্টসহ ল্যাপটপ, ইউএসবি ৩.০ এক্সটারনাল ষ্টোরেজ। এছাড়াও এই তালিকায় রয়েছে ডিসপ্লে এবং ভিডিও।

ইউএসবি ডিভাইস নির্মাতা সিমওয়েভ (Symwave) এবং মেমোরী নির্মাতা সুপারট্যালেন্ট একত্রে বিশ্বের প্রথম মোবাইল ইউএসবি ৩.০ ফ্লাশ ড্রাইভ আনছে। শুনে অবাক হতে পারেন এগুলি কাজ করবে বর্তমানের ইউএসবি ২.০ পোর্টেও। ৩২গিগাবাইট, ৬৪ গিগাবাইট এবং ১২৮ গিগাবাইট ধারনক্ষমতার সুপার ট্যালেন্ট ড্রাইভ নামের এই ডিস্কগুলি বর্তমানের ইউএসডির চেয়ে ১০ গুন দ্রুত কাজ করবে। এর ভিডিও বেঞ্চমার্ক ইউটিউবে দেখানো হয়েছে; http://www.youtube.com/gosupertalent
বলা হচ্ছে ভিডিও এডিটিংএর ক্ষেত্রে বিপ্লব আনতে পারে ইউএসবি ৩.০। তুলনা করে বলা যায়, ফায়ারওয়্যার ৮০০ ডাটা ট্রান্সফার করতে পারে ১০০মেবা/সে, বর্তমানে ই-সাটা ড্রাইভ করতে পারে ৩৮০মেবা/সে। সেখানে ২০০৭ সালে যখন প্রথম উইএসবি ৩.০ এর ঘোষনা দেয়া হয় তখনই তার স্পীড ছিল ৪০০মেবা/সে। ২৫ গিগাবাইট ডাটা ট্রান্সফার করতে সময় লাগবে মাত্র ৭০ সেকেন্ড। সিরিয়ার এটিএ অর্গানাইজেশন এরই মধ্যে জানিয়েছে সাটা রিভিশন ৩.০ ব্যবহার করে ৭০০মেবা/সে ডাটা ট্রান্সফার করা যাবে। কাজেই হাই ডেফিনিশন ভিডিও নিয়ে কাজ করা অনেক সহজ হবে এতে সন্দেহ নেই।
 

সিইএস-এ প্রযুক্তির বহু চমক অপেক্ষা করছে একথা জানা। ষ্টোরেজ ব্যবস্থার ক্ষমতা এবং গতিতে কতটা পরিবর্তন আসে সেটাই দেখার অপেক্ষা।

No comments:

Post a Comment