January 9, 2010

ভারবাটিমের ইউএসবি ৩.০ হার্ডডিস্ক Verbatim 2TB USB 3.0 Hard disk

শীর্ষস্থানিয় ডিস্ক নির্মাতা ভার্বাটিম তাদের ৪০ বছর পুরন করছে এই সময়ে তারা ঘোষনা দিল নতুন প্রযুক্তির দ্রুতগতির ইউএসবি ৩.০ হার্ডডিস্কের এবছর শুরুতেই ডেস্কটপ কম্পিউটারে ব্যবহারের জন্য ৩.৫ ইঞ্চি এই হার্ডডিস্কগুলি বাজারে ছাড়া হবে এগুলি ব্যবহারের জন্য সাথে পিসিআই কার্ডও দেয়া হবে একইসাথে পোর্টেবল ড্রাইভও ছাড়া হবে সিইএস-এ এই কথা জানানো হয়েছে
তাদের পোর্টেবল হার্ডডিস্কগুলি ৪ ধরনের হবে একেবারে ছোট ২.৫ ইঞ্চি Titan XS এর ধারনক্ষমতা ৩২০, ৫০০, ৬৪০গিগাবাইট পাওয়া যাবে ফেব্রুয়ারীর শুরু থেকেই ৪.৫৪-২.৯৯-০.৫৯ ইঞ্চি CLŌN এর ধারনক্ষমতা ২৫০, ৩২০, ৫০০ এবং ৬৪০ গিগাবাইট এগুলি এখনই বিক্রি হচ্ছে এছাড়াও রয়েছে MyClone এবং InSigh নামের পোর্টেবল ড্রাইভ।
ডেস্কটপ হার্ডডিস্কগুলি ধারনক্ষমতা ২ টেরাবাইট পর্যন্ত হবে বলে জানানো হয়েছে  এবছর প্রথমভাবে এগুলি বাজারে পাওয়া যাবে

No comments:

Post a Comment