ক্যামেরাটি আকারে ছোট। এর পুরুত্ব মাত্র ১.৬৯ ইঞ্চি। ৩৫ মিমি ওয়াইড এঙ্গেল লেন্স থেকে শক্তিশালী ৩০ওক্স জুম ব্যবহার করা যাবে। এটি আইফ্রেম ফরম্যাট সাপোর্ট করে যাকে বর্তমানের বিভিন্ন ধরনের ভিডিও কাজে ব্যবহার করা হচ্ছে। ফলে ভিডিওকে সহজে এডিট করা থেকে শুরু করে ইন্টারনেট এবং অন্যান্য সব যায়গাতেই সরাসরি ব্যবহার করা যাবে। ১০ মেগাপিক্সেল ষ্টিল ছবি উঠানো যাবে এই ক্যামেরায়।
ফেব্রুয়ারী থেকে ক্যামেরাটি কালো এবং লাল রঙে বাজারে পাওয়া যাবে। দাম ৩৯৯ ডলার।
একই সাথে VPC-CS1 নামে আরেকটি ক্যামেরার ঘোষনা দেয়া হয়েছে। এটি তাদের এই সিরিজের অন্যান্য ক্যামেরার মত লম্বাটে গড়নের। ফুল হাই ডেফিনিশন ভিডিও রেকর্ড করতে সক্ষম এই ক্যামেরার লেন্স ১০ এক্স জুম সাপোর্ট করে। এতে ৮ মেগাপিক্সেল ষ্টিল ছবি উঠানো যাবে। দাম ২৯৯ ডলার।
No comments:
Post a Comment