January 9, 2010

সানিও ডুয়াল ক্যামেরা Sanyo dual camera Xacti VPC-SH1, VPC-CS1

অনেকেই ভিডিও এবং ষ্টিল ছবির জন্য একই ক্যামেরা ব্যবহার করতে পছন্দ করেন ঠিক এমন ক্যামেরার ঘোষনা দিয়েছে সানিও তাদের এক্জাক্টি এসএইচ-ওয়ান ক্যামেরায় ফুল হাই ডেফিনিশন ভিডিও রেকর্ড করা যাবে সেইসাথে পুরোপুরি ষ্টিল ক্যামেরা হিসেবে ওয়াইড এঙ্গেল কিংবা টেলিফটো মোডে ছবি উঠানোর কাজে ব্যবহার করা যাবে
ক্যামেরাটি আকারে ছোট এর পুরুত্ব মাত্র ১.৬৯ ইঞ্চি ৩৫ মিমি ওয়াইড এঙ্গেল লেন্স থেকে শক্তিশালী ৩০ওক্স জুম ব্যবহার করা যাবে এটি আইফ্রেম ফরম্যাট সাপোর্ট করে যাকে বর্তমানের বিভিন্ন ধরনের ভিডিও কাজে ব্যবহার করা হচ্ছে ফলে ভিডিওকে সহজে এডিট করা থেকে শুরু করে ইন্টারনেট এবং অন্যান্য সব যায়গাতেই সরাসরি ব্যবহার করা যাবে ১০ মেগাপিক্সেল ষ্টিল ছবি উঠানো যাবে এই ক্যামেরায়
ফেব্রুয়ারী থেকে ক্যামেরাটি কালো এবং লাল রঙে বাজারে পাওয়া যাবে দাম ৩৯৯ ডলার
একই সাথে VPC-CS1 নামে আরেকটি ক্যামেরার ঘোষনা দেয়া হয়েছে এটি তাদের এই সিরিজের অন্যান্য ক্যামেরার মত লম্বাটে গড়নের ফুল হাই ডেফিনিশন ভিডিও রেকর্ড করতে সক্ষম এই ক্যামেরার লেন্স ১০ এক্স জুম সাপোর্ট করে এতে ৮ মেগাপিক্সেল ষ্টিল ছবি উঠানো যাবে দাম ২৯৯ ডলার

No comments:

Post a Comment