January 8, 2010

সারা বিশ্বে যাচ্ছে কিন্ডলে ই-বুক রিডার Kindle and Kindle DX headed to over 100 countries

সারা বিশ্বের পাঠকদের কাছে যাচ্ছে আমাজনের ই-বুক রিডার কিন্ডলে। মাত্র তাদের কিন্ডলের নতুন ভার্শন কিন্ডলে ডিএক্স এর ঘোষনা দেয়া হয়েছে। এখন ১০০টির বেশি দেশে থ্রিজি কাভারেজ সহ এগুলি বিক্রি করা হবে।
আগের কিন্ডলে এবং বর্তমানের ডিএক্স দুটিতেই ই-ইংক ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। তবে নতুন ভার্শনের সবকিছুই আকর্শনীয়। ডিসপ্লে সাইজ ৬ ইঞ্চির যায়গায় ৯.৭ ইঞ্চি, রেজ্যুলুশন ৬০০-৮০০ এর যায়গায় ১২০০-৮২৪। এছাড়া নেটিভ পিডিএফ সাপোর্ট, এমনকি ওয়ার্ড ডকুমেন্ট সাপোর্ট রয়েছে। সেইসাথে এপমিথ্যি, ইমেজ ফাইল ব্যবহার, বিল্টইন ষ্টেরিও স্পিকার, ৩৫০০ বই রাখার মত যায়গা, মাইক্রো ইউএসবি পোর্ট, ৩.৫ মিমি অডিও জ্যাক সবকিছু একে ইবুক রিডারে চেয়ে অনেক বেশিকিছুতে পরিনত করেছে। এমনকি আপনার ব্যক্তিগত ডকুমেন্টকে তাদের কাছে পাঠিয়ে বিনামুল্যে কিন্ডলে ফরম্যাটে পরিবর্তন করে নেয়া যাবে।

থ্রিজি কিংবা এজ কানেকটিভিটি ব্যবহার করে তাদের ওয়েবসাইট থেকে বই ডাউনলোড করা যাবে। তাদের কাছে বর্তমানে ৪ লক্ষের বেশি বই রয়েছে। এছাড়া এটা ব্যবহার করে ইন্টারনেট ব্রাউজ করা যাবে। জানুয়ারীর ১৯ তারিখ থেকে কিন্ডলে ডিএক্স কেনা যাবে ৪৮৯ ডলারে।

No comments:

Post a Comment