আগের কিন্ডলে এবং বর্তমানের ডিএক্স দুটিতেই ই-ইংক ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। তবে নতুন ভার্শনের সবকিছুই আকর্শনীয়। ডিসপ্লে সাইজ ৬ ইঞ্চির যায়গায় ৯.৭ ইঞ্চি, রেজ্যুলুশন ৬০০-৮০০ এর যায়গায় ১২০০-৮২৪। এছাড়া নেটিভ পিডিএফ সাপোর্ট, এমনকি ওয়ার্ড ডকুমেন্ট সাপোর্ট রয়েছে। সেইসাথে এপমিথ্যি, ইমেজ ফাইল ব্যবহার, বিল্টইন ষ্টেরিও স্পিকার, ৩৫০০ বই রাখার মত যায়গা, মাইক্রো ইউএসবি পোর্ট, ৩.৫ মিমি অডিও জ্যাক সবকিছু একে ইবুক রিডারে চেয়ে অনেক বেশিকিছুতে পরিনত করেছে। এমনকি আপনার ব্যক্তিগত ডকুমেন্টকে তাদের কাছে পাঠিয়ে বিনামুল্যে কিন্ডলে ফরম্যাটে পরিবর্তন করে নেয়া যাবে।
No comments:
Post a Comment