January 8, 2010

জেভিসি-র নতুন ক্যামেরা এইচএম-১ JVC Releases The Everio GZ-HM1


জেভিসির GZ-HM400 অত্যন্ত জনপ্রিয় একটি ক্যামেরা। এইচএম-৪০০ এর অনেককিছু এনে নতুন একটি মডেলের ঘোষনা দেয়া হয়েছে। এর ষ্ট্যাবিলাইজেশন ব্যবস্থাকে আরো উন্নত করা হয়েছে এবং উন্নত ১/২.৩ ইঞ্চি ১০.৬২ মেগাপিক্সেল ব্যাক ইল্যুমিনেটেড সিমোস সেন্সর ব্যবহার করা হয়েছে। ভিডিওর পাশাপাশি এটা ব্যবহার করে ১০ মেগাপিক্সেল ষ্টিল ছবি উঠানোর কাজে ব্যবহার করা যাবে।
অন্যান্য বড় ধরনের পরিবর্তনের মধ্যে রয়েছে অপটিক্যাল ইমেজ ষ্ট্যাবিলাইজেশন। জেভিসির নিজস্ব এডভান্সড ইমেজ ষ্ট্যাবিলাইজেশন পদ্ধতি ব্যবহার করা হয়েছে এজন্য। এছাড়া দুটি নতুন ফিচার যোগ করা হয়েছে। এতে টাইম ল্যাপস রেকর্ডিং সুবিধে এবং হাই-স্পিড রেকর্ডিং সুবিধে রয়েছে।
এতে এভিডিএইচডি ফরম্যাটে ১৯২০-১০৮০ ফুল এইচডি রেজ্যুলুশন ভিডিও রেকর্ড করা যাবে। ষ্টোরেজ হিসেবে ৬৪ গিগাবাইট ইন্টারনাল ফ্লাশ মেমোরী রয়েছে। এছাড়া এইসডি/এসডিএইচসি কার্ড ব্যবহার করা যাবে।
আগামী মার্চ থেকে এটা বাজারে পাওয়া যাবে। এর দাম ১১৯৯.৯৫ ডলার।

No comments:

Post a Comment