January 8, 2010

উইন্ডোজ মোবাইল ফোনে ইমেইল Threaded email messaging coming with Windows Mobile

মোবাইল ফোনে ইমেইল ব্যবহারের সময় কম্পিউটারের স্বাচ্ছন্দ পাওয়া যায় না। উইন্ডোজ মোবাইল সেই সুযোগ এনে দিচ্ছে যেখানে কম্পিউটারের মতই ইমেইল ব্যবহার করা যাবে। এখনও আনুষ্ঠানিকভাবে জানানো না হলেও এবিষয়ে তথ্য প্রকাশিত হয়েছে। যেখানে আউটলুক ইমেইল ব্যবহার করা হয়েছে। উইন্ডোজ মোবাইল ৬.৫ এর আপগ্রেড ব্যবহার করে এটা কাজে লাগানো যাবে।
সাধারনভাবে ধরে নেয়া হয় নতুন অপারেটিং সিষ্টেমে রঙের চাকচিক্য বাড়ানো হয়। এবারে অনেকেই বলছেন সত্যিকারের কাজের দিকে যাচ্ছে অপারেটিং সিষ্টেম। উইন্ডোজ মোবাইল ৭ হয়ত মোবাইল ফোনকে কম্পিউটারের আরো কাছাকাছি এনে দেবে।

No comments:

Post a Comment