January 8, 2010

মটোরোলার ব্যাকফ্লিপ এন্ড্রয়েড ফোন Motorola BACKFLIP with MOTOBLUR Android Phone

মটোরোলা এন্ড্রয়েড নিয়ে শক্ত অবস্থানের দিকে যাচ্ছে এতে অবাক হওয়ার কিছু নেই। যা নতুন তা হচ্ছে তাদের ব্যাকফ্লিপ নামের মোবাইল ফোন। না দেখা পর্যন্ত বিশ্বাস করা কঠিন এমন ডিজাইনের মোবাইল ফোন হতে পারে। পুরো কিবোর্ড সাথে ৩.১ ইঞ্চি এইচভিজিএ টাচস্ত্রিন। সেইসাথে মটোরোলার নিজস্ব মটোব্লার ইন্টারফেস।
এতে ক্যালকম ৫২৮ মেগাহার্টজ প্রসেসর ব্যবহার করা হয়েছে। র‌্যাম ২৫৬ মেগাবাইট, ইন্টারনাল মেমোরী ২ গিগাবাইট। সেইসাথে মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুযোগ। ট্রাই ব্যান্ড থ্রিজি ৭.২ এমবিপিএস এইচএসডিপিএ এবং কোয়াড ব্যান্ড জিএসএম/জিপিআরএস/এজ।
অন্যান্য সাধারন ফিচারের মধ্যে রয়েছে ৫ মেগাপিক্সেল অটোফোকাস ক্যামেরা, ৩.৫ মিমি ষ্ট্যান্ডার্ড অডিও জ্যাক, ওয়াই-ফাই, জিপিএস, ইউএসবি, ব্লুটুথ ইত্যাদি।
এতে ব্যাকট্রকি নামে একটি টাচ প্যানেল রয়েছে যা ব্যবহার করে ওয়েব পেজ, টেক্সট, ইমেইল ইত্যাদি স্ক্রল করা যাবে। সরাসরি স্ক্রীন টাচ করা প্রয়োজন হবে না।
এবছর প্রথমভাগেই আমেরিকা, দক্ষিন আমেরিকা, এশিয়া, ইউরোপ সব যায়গাতেই এটা বিক্রি শুরু হওয়ার কথা। এর দাম জানানো হয়নি।

No comments:

Post a Comment