January 8, 2010

কোরেলে ২০ ভাগ কর্মী ছাটাই Corel to cut work force by 20 pct

কোরেল কর্পোরেশন জানিয়েছে তারা বিশ্বব্যাপি বিভিন্ন যায়গা থেকে  ২০ ভাগ কর্মী ছাটাই করতে যাচ্ছে। খরচ কমিয়ে আর্থিক সমতা আনার জন্যই এটা করা হচ্ছে বলে এর প্রধান ক্রিস হেজম্যান জানিয়েছেন। এদের কিছু কর্মী এরই মধ্যে অফিস ছেড়েছেন।
একসময় কোরেলের ওয়ার্ড পারফেক্ট ভাল অবস্থানে ছিল। বর্তমানে ওয়ার্ড প্রসেসিং সহ কোরেল ড্র কিংবা ইউলিড এর ভিডিও এডিটিং সফটওয়্যার একসাথে করেও তাদের অবস্থা ভাল যাচ্ছে না। গতবছর প্রধান বিনিয়োগকারী ভেক্টর ক্যাপিটাল শেয়ারপ্রতি ৪ ডলারে পুরো কোম্পানী কিনে ব্যক্তিগত প্রতিষ্ঠানে পরিনত করার প্রস্তাব দেন। সেই প্রস্তাব এখনও বিবেচনাধীন।
এই সিদ্ধান্তের ফলে তাদের ২০০ কর্মী বাদ পরবে এবং থাকবে ৭৫০ জন। খবর প্রকাশ পাওয়া তাদের শেয়ারের দাম কমে গেছে।

No comments:

Post a Comment