এই ক্যামেরায় ৭.২ এমবিপিএস এইচএসডিপিএ এবং ৫.৭ এমবিপিএস এইচএসইউপিএ ডাটা ট্রান্সফার করা যাবে। ৫ মেগাপিক্সেল অটোফোকাস ক্যামেরা রয়েছে। হাই ডেফিনিশন ভিডিও রেকর্ড করা যাবে। জিপিএস রয়েছে। অপারেটিং সিষ্টেম লিনাক্স ভিত্তিক মবলিন।
এর বিশেষ বৈশিষ্ট হচ্ছে সাধারন এটম প্রসেসরের তুলনায় ১০ ভাগের এক ভাগ বিদ্যুত ব্যবহার। তারপরও এতে ১৮৫০ মিলিএম্পিয়ারআওয়ার ব্যাটারী ব্যবহার করা হয়েছে।
এর দাম এবং কবে নাগাদ পাওয়া যাবে জানা যায়নি। ধারনা করা হচ্ছে এবছরই বাজারে আনা হবে।
No comments:
Post a Comment