January 9, 2010

এটম প্রসেসরের এলজি ফোন Atom-powered LG GW990

এটম প্রসেসর নেটবুকের প্রসেসর হিসেবেই পরিচিত। তাকে মোবাইল ফোনে ব্যবহার করে সবাইকে চমকে দিয়েছে এলজি। তাদের ফুল টাচ ফোনের স্পেসিফিকেশন অন্য যেকোন ফোনকে ছাড়িয়ে যায়। বিশাল আকারের ৪.৮ ইঞ্চি ডিসপ্লে, ১০২০ ৪৮০ রেজ্যুলুশন। এবং সবচেয়ে অবাক করা এটম কোর পাইনভিউ প্রসেসর। যদিও এর ক্লকস্পিড কত তা এখনো জানা যায়নি।


এই ক্যামেরায় ৭.২ এমবিপিএস এইচএসডিপিএ এবং ৫.৭ এমবিপিএস এইচএসইউপিএ ডাটা ট্রান্সফার করা যাবে। ৫ মেগাপিক্সেল অটোফোকাস ক্যামেরা রয়েছে। হাই ডেফিনিশন ভিডিও রেকর্ড করা যাবে। জিপিএস রয়েছে। অপারেটিং সিষ্টেম লিনাক্স ভিত্তিক মবলিন।
এর বিশেষ বৈশিষ্ট হচ্ছে সাধারন এটম প্রসেসরের তুলনায় ১০ ভাগের এক ভাগ বিদ্যুত ব্যবহার। তারপরও এতে ১৮৫০ মিলিএম্পিয়ারআওয়ার ব্যাটারী ব্যবহার করা হয়েছে।
এর দাম এবং কবে নাগাদ পাওয়া যাবে জানা যায়নি। ধারনা করা হচ্ছে এবছরই বাজারে আনা হবে।

No comments:

Post a Comment