এতে ইন্টারনেট রেডিও ছাড়াও সনির ব্রাভিয়া ইন্টারনেট ভিডিও ব্যবহার করা যাবে। এছাড়া ইউটিউব, প্যানডোরা ইন্টারনেট রেডিও, ক্রাকল, লাইভষ্ট্রং, ব্লিপটিভি এবং আরো অনেককিছু ব্যবহারের সুযোগ রয়েছে। এছাড়া সনি মিউজিক এনটারটেইনমেন্ট এবং সনি পিকচার এন্টারটেইনমেন্ট নিয়মিতভাবে অডিও-ভিডিও সরবরাহ করবে।
এতে বিল্টইন ষ্টেরিও স্পিকার রয়েছে। রয়েছে ইউএসবি পোর্টও যা ব্যবহার করে বিভিন্ন ধরনের ডিভাইসের সাথে কানেক্ট করা যাবে। এর দাম ১৯৯ ডলার। এপ্রিল থেকে বাজারে পাওয়া যাবে।
No comments:
Post a Comment