January 9, 2010

প্যানাসনিকের এসডিএক্সসি মেমোরী কার্ড Panasonic releases SDXC memory cards

বিশ্বের প্রথম এসডিএক্সসি কার্ড বাজারে এনেছে প্যানাসনিক। ক্লাশ ১০ স্পিড স্পেসিফিকেশনের এই কার্ডের ৬৪ গিগাবাইট এবং ৪৮ গিগাবাইট ভার্শনের প্রাপ্যতার কথা জানিয়েছে প্যানাসনিক লাস ভেগাসের কনজুমার ইলেকট্রনিক্স শোতে। ফেব্রুয়ারী থেকে এগুলি বাজারে পাওয়া যাবে।
এসডিএক্সসি ৩২ গিগাবাইটরে বেশি ধারনক্ষমতার নতুন প্রযুক্তির মেমোরী কার্ড। এগুলি ২ টেরাবাইট পর্যন্ত ধারনক্ষমতার হওয়া সম্ভব। হাই-ডেফিনিশন ভিডিও ব্যবহারের জন্য অত্যন্ত উপযোগি। ৬৪ গিগাবাইটরে একটি কার্ডে ফুল হাই ডেফিনিশন সাড়ে ৮ ঘন্টার ভিডিও রেকর্ড করা যাবে। অন্যভাবে বললে একটি ৪৮ গিগাবাইট কার্ড ডুয়াল লেয়ার ব্লু-রে ডিস্কের দ্বিগুন ধারনক্ষমতাসম্পন্ন, ৬ ঘন্টা ২০ মিনিটের হাই ডেফিনিশন ভিডিও রাখা যাবে।
ক্লাশ ১০ স্পেসিফিকেশনের এর সর্বাধিক ডাটা ট্রান্সফার ক্ষমতা ২২ মেবা/সে। কার্ডদুটির দাম যথাক্রমে ৫৯৯.৯৫ ডলার এবং ৪৪৯.৯৫ ডলার।

No comments:

Post a Comment