January 10, 2010

এলিয়েনঅয়্যারের গেমিং ল্যাপটপ Alienware announced the first 11-inch powerful gaming laptop

যারা গেম খেলতে পছন্দ করেন তাদের সবসময়ই হার্ডঅয়্যারের সীমাবদ্ধতায় পরতে হয় আর যদি পোর্টেবল কম্পিউটার হয় তাহলে তো কথাই নেই তার সমাধান দিতে গেমকে মুখ্য বিষয় করে ল্যাপটপ বাজারে এনেছে এলিয়েনঅয়্যার এটা সম্পর্কে বলা হচ্ছে বিশ্বের প্রথম গেমিং ল্যাপটপ ১১ ইঞ্চ স্ক্রিনের এই কম্পিউটারে রয়েছে কোর-টু-ডুয়ো প্রসেসর (ক্লকস্পিড জানা যায়নি), ডিডিআর-থ্রি র‌্যাম এবং ১ গিগাবাইট ভিডিও র‌্যামসহ এনভিডিয়া ৩৩৫এম গ্রাফিক প্রসেসর

এতে এপলের ম্যাকবুক প্রো ১৫ ইঞ্চি এবং ১৭ ইঞ্চির মত ইন্টিগ্রেটেড গ্রাফিক চিপ এবং এনভিডিয়ার পৃথক চিপ দুইই ব্যবহার করা হয়েছে এছাড়া হাই-ডেফিনিশন ভিডিও আউটপুটের জন্য পোর্টও রাখা হয়েছে
Alienware M11X নামের এই ল্যাপটপে ৮ সেলের ব্যাটারী ব্যবহার করা হয়েছে সাধারন কাজের জন্য এই ব্যাটারী সাড়ে ৬ ঘন্টা ব্যাকআপ দেবে, পুরোপুরি গেমের জন্য ২ ঘন্টা
এবছরই কম্পিউটারটি বাজারে পাওয়া যাবে দাম ১০০০ ডলার

No comments:

Post a Comment