January 7, 2010

সনির ফুল-হাই ডেফিনিশন ক্যামেরা Sony launches Cyber-shot HX5V and TX7

সনি দুটি উন্নতমানের কম্প্যাক্ট ক্যামেরা বাজারে ছাড়ার ঘোষনা দিয়েছে। Cyber-shot HX5V এবং TX7 সম্পর্কে বলা হচ্ছে বিশ্বের প্রথম ফুল হাই ডেফিনিশন ক্যামেরা যা ১৯২০-১০৮০ ভিডিও রেকর্ড করতে সক্ষম। এছাড়া সাইবারশট সিরিজের মধ্যে প্রথম এইচডিআর প্রযুক্তি ব্যবহার করা ক্যামেরা। আগে সনির আলফা এসএলআর ক্যামেরায় এই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এছাড়া অয়্যারলেস ফাইল ট্রান্সফার করার জন্য ট্রান্সফারজেট প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রেও এরাই প্রথম।

দুটি মডেলেই এক্সমোর আর সিমোস সেন্সর ব্যবহার করা হয়েছে। এইচএক্স৫ভি মডেলে রয়েছে ১০ মেগাপিক্সেল সেন্সর, সনির জি ব্রান্ডের ১০ এক্স অপটিক্যাল জুম লেন্স। এছাড়া নতুন অপটিক্যাল ষ্টেডিশট এবং একটিভ মোড ষ্ট্যাবিলাইজেশন। এতে ৩ ইঞ্চি এলসিডি ডিসপ্লে। নিজস্ব মেমোরী ৪৫ মেগাবাইট। এছাড়া মেমোরী ষ্টিক ডুয়ো/প্রো ডুয়ো এবং এসডি/এসডিএইচসি কার্ড ব্যবহার করা যাবে। এর দাম ৩৫০ ডলার। আগামী মার্চ থেকে বাজারে পাওয়া যাবে।
টিএক্স-৭ মডেলে ১০ মেগাপিক্সেল সেন্সর, কার্ল জিস ভেরিও ট্রেসার ৪এক্স অপটিক্যাল জুম লেন্স, ৩.৫ ইঞ্চি ডিসপ্লে, ৪৫ মেগাবাইট ইন্টারনাল মেমোরী এবং কার্ড হিসেবে মেমোরী ষ্টি এর সাথে এসডি সাপোর্ট রয়েছে। এর দাম ৪০০ ডলার। জানুয়ারী থেকেই এটা বাজারে পাওয়া যাবে।

No comments:

Post a Comment