January 7, 2010

সনির ৫টি সাইবারশট ক্যামেরা Five new Cyber-shot compacts from Sony


সনি কমদামের নতুন ৫টি সাইবারশট কমপ্যাক্ট ক্যামেরার ঘোষনা দিয়েছে। মডেলগুলি Sony Cybershot DSC W350, Sony Cybershot DSC W370, Sony Cybershot DSC W330, Sony Cybershot DSC W310 এবং Sony Cybershot DSC S2100। আগেই সুইপ প্যানোরমা নামে প্রযুক্তি এনেছে সনি। ডব্লিউ-৩৫০ এবং ডব্লিউ ৩৭০ মডেলে যথাক্রমে ২৬৮ ডিগ্রী এবং ২৪৩ ডিগ্রী প্যানারমিক ছবি উঠানো যাবে। দুটি মডেলেই ১৪ মেগাপিক্সেল সেন্সর, অপটিক্যাল ষ্টেডিশট ইমেজ ষ্ট্যাবিলাইজেশন ব্যবহার করা হয়েছে। দুটি ক্যামেরাই হাই-ডেফিনিশন ভিডিও রেকর্ড করতে সক্ষম।

দুইয়ের মধ্যে পার্থক্য হচ্ছে ডব্লিউ ৩৫০তে কার্ল জিস ভেরিও ট্রেসার লেন্স, ৪ এক্স জুম, ২.৭ ইঞ্চি ডিসপ্লে। দাম ২০০ ডলার। অন্যদিকে ডব্লিউ ৩৭০তে সনি ব্রান্ড ৭ এক্স জুম লেন্স এবং ৩ ইঞ্চি ডিসপ্লে। দাম ২৩০ ডলার।
ডব্লিউ ৩৩০ মডেলে ১৪ মেগাপিক্সেল সেন্সরের ৪ এক্স কার্ল জিস লেন্স, ৩ ইঞ্চি ডিসপ্লে রয়েছে। দাম ১৭০ ডলার। ডব্লিউ ৩১০ মডেলে রয়েছে সনি ব্যান্ডের ১২ মেগাপিক্সেল সেন্সর, সনি ব্রান্ডের ৪ এক্স অপটিক্যাল জুম লেন্স, ২.৭ ইঞ্চি ডিসপ্লে। ১৫০ ডলার।
সবশেষে এস-২১০০ মডেলে রয়েছে ১২ মেগাপিক্সেল সেন্সর, ৩ এক্স অপটিক্যাল জুম, ৩ ইঞ্চি অপটিক্যাল জুম। একমাত্র এই ক্যামেরাটিই সনির নিজস্ব ব্যাটারীর বদলে দুটি এএ ব্যাটারী ব্যবহার করে। এর দাম ১২০ ডলার।

No comments:

Post a Comment