দুইয়ের মধ্যে পার্থক্য হচ্ছে ডব্লিউ ৩৫০তে কার্ল জিস ভেরিও ট্রেসার লেন্স, ৪ এক্স জুম, ২.৭ ইঞ্চি ডিসপ্লে। দাম ২০০ ডলার। অন্যদিকে ডব্লিউ ৩৭০তে সনি ব্রান্ড ৭ এক্স জুম লেন্স এবং ৩ ইঞ্চি ডিসপ্লে। দাম ২৩০ ডলার।
ডব্লিউ ৩৩০ মডেলে ১৪ মেগাপিক্সেল সেন্সরের ৪ এক্স কার্ল জিস লেন্স, ৩ ইঞ্চি ডিসপ্লে রয়েছে। দাম ১৭০ ডলার। ডব্লিউ ৩১০ মডেলে রয়েছে সনি ব্যান্ডের ১২ মেগাপিক্সেল সেন্সর, সনি ব্রান্ডের ৪ এক্স অপটিক্যাল জুম লেন্স, ২.৭ ইঞ্চি ডিসপ্লে। ১৫০ ডলার।
সবশেষে এস-২১০০ মডেলে রয়েছে ১২ মেগাপিক্সেল সেন্সর, ৩ এক্স অপটিক্যাল জুম, ৩ ইঞ্চি অপটিক্যাল জুম। একমাত্র এই ক্যামেরাটিই সনির নিজস্ব ব্যাটারীর বদলে দুটি এএ ব্যাটারী ব্যবহার করে। এর দাম ১২০ ডলার।
No comments:
Post a Comment