আলফা ৫৫০ থেকে যা বাদ দেয়া হয়েছে তারমধ্যে রয়েছে টিল্ট এলসিডি ডিসপ্লে। এছাড়া সনির নিজস্ব ফাষ্ট অটোফোকাস লাইভ ভিউ বাদ দেয়া হয়েছে। বদলে ম্যানুয়েল ফোকাস চেক লাইভ ভিউ রয়েছে। ডিসপ্লে সাইজ কমিয়ে ২.৭ ইঞ্চিতে আনা হয়েছে। অন্যদিকে ব্যাটারীর কার্যকারীতা বাড়ানো হয়েছে। এতে এখন সিআইপিএ ষ্ট্যান্ডার্ডে ১০৫০টি ছবি উঠানো যাবে।
এতে কন্টিনিউয়াস মোডে ৭ ফ্রেম/সে উঠানো যাবে যা এই পর্যায়ের ক্যামেরার জন্য যথেষ্ট। অটো এইচডিআর মোড একই ছবিতে কম এবং বেশি আলোর সমম্বয় করতে সক্ষম। একে সরাসরি সনির ব্রাভিয়া টিভির সাথে কানেক্ট করা যাবে।
ক্যামেরাটি ফেব্রুয়ারীর শুরু থেকে বাজারে পাওয়া যাবে। দাম এখনো জানানো হয়নি।
No comments:
Post a Comment