January 6, 2010

সনির নতুন এসএলআর ক্যামেরা আলফা ৪৫০ Sony Alpha 450 DSLR

নতুন একটি এসএলআর ক্যামেরা বাজারে ছাড়ার ঘোষনা দিয়েছে সনি আলফা ৪৫০ মডেলের এই ক্যামেরা সম্পর্কে প্রথমেই যা বলা হচ্ছে তা হল অল্পদামে আলফা ৫৫০ ক্যামেরা একই ১৪ মেগাপিক্সেল সিমোস সেন্সর, বিয়ঞ্জ প্রসেসর, ফ্লাশ ছাড়াই অল্প আলোতে ছবি উঠানোর উপযোগি ২০০ থেকে ১২৮০০ আইএসও দাম কমানোর জন্য সামান্য কিছু পরিবর্তন আনা হয়েছে অবশ্যই, তারপরও ৩০০ সিরিজের চেয়ে উল্লেখযোগ্য রকমের পার্থক্য রয়েছে এতে

আলফা ৫৫০ থেকে যা বাদ দেয়া হয়েছে তারমধ্যে রয়েছে টিল্ট এলসিডি ডিসপ্লে এছাড়া সনির নিজস্ব ফাষ্ট অটোফোকাস লাইভ ভিউ বাদ দেয়া হয়েছে বদলে ম্যানুয়েল ফোকাস চেক লাইভ ভিউ রয়েছে ডিসপ্লে সাইজ কমিয়ে ২.৭ ইঞ্চিতে আনা হয়েছে অন্যদিকে ব্যাটারীর কার্যকারীতা বাড়ানো হয়েছে এতে এখন সিআইপিএ ষ্ট্যান্ডার্ডে ১০৫০টি ছবি উঠানো যাবে
এতে কন্টিনিউয়াস মোডে ৭ ফ্রেম/সে উঠানো যাবে যা এই পর্যায়ের ক্যামেরার জন্য যথেষ্ট অটো এইচডিআর মোড একই ছবিতে কম এবং বেশি আলোর সমম্বয় করতে সক্ষম একে সরাসরি সনির ব্রাভিয়া টিভির সাথে কানেক্ট করা যাবে
ক্যামেরাটি ফেব্রুয়ারীর শুরু থেকে বাজারে পাওয়া যাবে দাম এখনো জানানো হয়নি

No comments:

Post a Comment