এবারের মেলায় বিক্রি নির্ভর টেকজোন থাকবে। এখানে প্রযুক্তির পরিবর্তনের সাথে মিল রেখে পন্য প্রদর্শন করা হবে। নতুন টেকজোনের মধ্যে রয়েছে ই-বুক, থ্রিডি, লাইফষ্টাইল গ্যাডগেট, মোবাইল ডিটিভি, নেটবুক ইত্যাদি। সারা বিশ্বের প্রধান সব কোম্পানীর প্রধানরা এতে অংশ নেবেন। যার মধ্যে রয়েছেন মাইক্রোসফটের ষ্টিভ বালমার, ফোর্ডের এলান মুলালী, ইন্টেলের পল ওটেলিনি, ক্যালকমের পল জ্যাকব এইসব নাম।
মেলায় ২৫০ সেশনে বক্তব্য রাখবেন ৮০০ এর অথিক বিষেশজ্ঞ। প্রযুক্তির বিভিন্ন দিক তারা তুলে ধরবেন সকলের সামনে। প্রযুক্তি, পন্য এগুলির পাশাপাশি নতুন মিডিয়ার নজরদারী, প্রযুক্তির নীতি ইত্যাদি জটিল বিষয়ও আলোচিত হবে এখানে।
No comments:
Post a Comment