January 6, 2010

কনজুমার ইলেকট্রনিক্স শো ২০১০ 2010 International CES

রেকর্ডসংখ্যক ৩৩০ এর বেশি কোম্পানী এবং ২৫০০ এর বেশি প্রদর্শক অংশ নিতে যাচ্ছেন লাস ভেগাসে ৭ থেকে ১০ জানুয়ারী এই চারদিনের প্রযুক্তির সবচেয়ে বড় প্রদর্শনীতে এর আয়োজক কনজুমার ইলেকট্রনিক্স এসোসিয়েশন এর প্রধান গ্যারি সাপিরো এর বক্তব্য এটা আগের সমস্ত মেলার চেয়ে বড় আয়োজন এই চারদিনে এখানে যে ব্যবসায়িক চুক্তি হবে তা বিশ্বের কোথাও কখনো হয়নি এই কথা থেকে ধারনা করা যেতে পারে এই মেলার ব্যপ্তি সম্পর্কে বস্তুত এই মেলা হয়ে দাড়িয়েছে বিশ্বপ্রযুক্তির এক মিলনমেলায় এবারের মেলায় দেখানো হবে ২০ হাজারের বেশি নতুন পণ্য


এবারের মেলায় বিক্রি নির্ভর টেকজোন থাকবে এখানে প্রযুক্তির পরিবর্তনের সাথে মিল রেখে পন্য প্রদর্শন করা হবে নতুন টেকজোনের মধ্যে রয়েছে ই-বুক, থ্রিডি, লাইফষ্টাইল গ্যাডগেট, মোবাইল ডিটিভি, নেটবুক ইত্যাদি সারা বিশ্বের প্রধান সব কোম্পানীর প্রধানরা এতে অংশ নেবেন যার মধ্যে রয়েছেন মাইক্রোসফটের ষ্টিভ বালমার, ফোর্ডের এলান মুলালী, ইন্টেলের পল ওটেলিনি, ক্যালকমের পল জ্যাকব এইসব নাম
মেলায় ২৫০ সেশনে বক্তব্য রাখবেন ৮০০ এর অথিক বিষেশজ্ঞ প্রযুক্তির বিভিন্ন দিক তারা তুলে ধরবেন সকলের সামনে প্রযুক্তি, পন্য এগুলির পাশাপাশি নতুন মিডিয়ার নজরদারী, প্রযুক্তির নীতি ইত্যাদি জটিল বিষয়ও আলোচিত হবে এখানে

No comments:

Post a Comment