January 7, 2010

মাইক্রোসফট-এইচপির ট্যাবলেট পিসি Microsoft shows off Windows tablets

মাইক্রোসফটের প্রধান ষ্টিভ বালমার একটি ট্যাবলেট ষ্টাইলের টাচস্ক্রিন পিসি প্রদর্শন করেছেন। বেশ কয়েকটি এধরনের কম্পিউটার বাজারে আসার কথা, তাদের মধ্যে এইচপির তৈরী এই কম্পিউটার সকলের আগে আত্মপ্রকাশ করল।
কেউ বলেন ট্যাবলেট পিসি, কেউ বলেন স্লেট, ছোট আকারের বহনযোগ্য কম্পিউটার। এতে কিবোর্ড নেই। টাচস্ক্রিন ব্যবহার করে কাজ করতে হয়। বালমার বলেছেন এবছরই এটা বিক্রি শুরু হবে।
এমাসেই এপলের এধরনের কম্পিউটারের ঘোষনা দেয়ার কথা। তার আগেই মাইক্রোসফট উইন্ডোজ ভিত্তিক এই কম্পিউটার প্রদর্শন করল। এমনকি কনজুমার ইলেকট্রনিক্স শো এর ঠিক আগের মুহুর্তে।
এই কম্পিউটার ছাড়াও মাইক্রোসফট এইচপির সাথে নতুন চুক্তির কথাও জানিয়েছে। এই চুক্তিতে তাদের বিং সার্চ ইঞ্জিন এবং এমএসএন কে ডিফল্ট সার্চ ইঞ্জিন হোম পেজ হিসেবে ব্যবহার করা হবে এইচপির কম্পিউটারে।

No comments:

Post a Comment