January 7, 2010

স্প্রিন্টের থ্রিজি/ফোরজি রাউটার Sprint announces 3G/4G wireless Wi-Fi modem

কনজুমার ইলেকট্রনিক্স শোতে স্প্রিন্ট নেক্সটেল একটি থ্রিজি/ফোর জি রাউটার এনেছে যা ব্যবহার করে ওয়াইফাই/ওয়াইম্যাক্স নেটওয়ার্ক শেয়ার করা যাবে। যেখানে ওয়াইম্যাক্স রয়েছে সেখানে ওয়াইম্যাক্সের সাথে, যেখানে ওয়াইফাই রয়েছে সেখানে ওয়াইফাইয়ের সাথে কাজ করবে। এক মাধ্যমে ৫টি পর্যন্ত ডিভাইস ব্যবহার করা যাবে।
স্প্রিন্টের বক্তব্য অনুযায়ী ফোরজি নেটওয়ার্ক হাইডেফিনিশন ভিডিও এবং মিউজিক ট্রান্সফারের জন্য উপযোগি। এর ব্যান্ডউইডথ ব্যবহার করে একই সময়ে এক্সবক্স ব্যবহার করে গেম খেলা এবং ইন্টারনেট ব্যবহার করা সম্ভব।
ওভারড্রাইভ নামের এই রাউটার ১০ জানুয়ারী থেকে বিক্রি শুরু হবে। সাধারনভাবে এর দাম ১৫০ ডলার। তবে স্প্রিন্টের দুবছরের সেবাচুক্তির সাথে ১০০ ডলার।

No comments:

Post a Comment