January 12, 2010

স্যামসাং এর ২৩টি পুরস্কার লাভ Samsung Electronics Wins 23 ICES Innovation Awards


স্যামসাং ইলেকট্রনিক্স গর্ব করতেই পারে তাদের উদ্ভাবনীশক্তির। গত ৩ বছরে কনজুমার ইলেকট্রনিক্স শোতে তার ১০০ এর বেশি উদ্ধাবনী পুরস্কার পেয়েছে। এদের মধ্যে রয়েছে টিভি, হোম থিয়েটার সিষ্টেম, ডিজিটাল অডিও, ক্যামেরা, মোবাইল ফোন এবং বাড়িতে ব্যবহার্য্য অন্যান্য যন্ত্রপাতি। এবছরই মেলায় তারা পেয়েছে ২৩টি পুরস্কার।

এবছরের পুরস্কারের মধ্যে উল্লেখযোগ হচ্ছে এলইডি হাই ডেফিনিশন টিভি Samsung UNXXC9000। এতে বিল্টইন থ্রিডি প্রসেসর এবং এমিটার ব্যবহার করা হয়েছে। ছবির মানের বিবেচনায় নতুন মাত্রা যোগ করেছে এই প্রযুক্তি।
ছোট আকারের থ্রিডি ব্লু-রে প্লেয়ার Samsung BD-C6900। বাড়িতে উন্নতমানের থ্রিডি ভিডিও ব্যবহারের জন্য অসাধারন এক প্লেয়ার। এতে রয়েছে এইচডি সারাউন্ড সিষ্টেম।
ব্লু-রে প্লেয়ারের জন্য ৭.১ চ্যানেল ব্লু-রে হোম থিয়েটার সিষ্টেম Samsung HT-C6730W। বর্তমানের উচু মানের থ্রিডি ভিডিওর সাথে মানাসই শব্দ পাওয়া যাবে এটা থেকে।
অন্যান্যদের মধ্যে রয়েছে রান্না করার জন্য উন্নতমানের অত্যাধুনিক চুলা Samsung FTQ307NWGX, পরিবেশবান্ধব বায়ো-প্লাষ্টিকের তৈরী মোবাইল ফোন Samsung Reclaim™ (SPH-m560), ব্লুটুথ, ওয়াইফাই সহ ৭ ইঞ্চি ফটোফ্রেম 700Z
কনজুমার ইলেকট্রনিক্স শো-তে আসা পন্যগুলি বিবেচনা করে বিশ্বের বিভিন্ন দেশের ডিজাইনার, প্রকৌশলী এবং মেলা আয়োজকদের একটি প্যানেল।

No comments:

Post a Comment