তৈরী খাবারের সবচেয়ে বড় চেইন ম্যাকডোনাল্ডস কর্পোরেশন আমেরিকার প্রায় সব রেষ্টুরেন্ট থেকে বিনামুল্যে ওয়াই-ফাই ব্যবহারের সুযোগ করে দিচ্ছে। আগামী ১৫ জানুয়ারী থেকে এই ব্যবস্থা চালু হবে বলে জানানো হয়েছে। বিনামুল্যের ওয়াই-ফাই সার্ভিস দেয়ার কথা আগেই জানালেও তখন তারিখ জানানো হয়নি। বর্তমানে তাদের রেষ্টুরেন্টে ওয়াই-ফাই ব্যবহারের জন্য প্রতি দুই ঘন্টায় ২.৯৫ ডলার দিতে হয়।
একসময় ম্যাকডোনাল্ড ভাইয়েরা তৈরী খাবারের ব্যবসা শুরু করেছিল একেবারে ছোট আকারে, মুলত রাস্তা দিয়ে যাওয়া গাড়িযাত্রীদের কাছে তৈরী খাবার তুলে দিতে। শুরুতে এর নাম ছিল ড্রাইভ-ইন। যার অর্থ তাদের খাবার খেতে গাড়ি চালিয়ে আসা যাবে, গাড়ি থেকে নামতেও হবে না। বর্তমানে তারা তৈরী খাবারের প্রতিকে পরিনত হয়েছে। আমেরিকায় তাদের দোকানের সংখ্যা ১৪,০০০।
No comments:
Post a Comment