January 12, 2010

কোডাকের ফুল এইচডি পকেট ক্যামেরা Kodak Playsport Zx3

ছোট আকারের ক্যামেরার বাজারে ফ্লিপের আধিপত্য থাকলেও গতবছর কোডাকের Zx1 বেশ সাড়া ফেলেছিল। তারা তাকে বড় ধরনের আপগ্রেড করে Playsport  Zx3 নামে নতুন মডেল বাজারে ছেড়েছে।  এতে ১৯২০-১০৮০ রেজ্যুলুশন ফুল হাই ডেফিনিশন ভিডিও করার পাশাপাশি ৫ মেগাপিক্সেল ষ্টিল ছবি উঠানো যাবে। এইচডিএমআই পোর্ট রয়েছে। এসডি/এসডিএইচসি কার্ড স্লট রয়েছে। এবং ক্যামেরাটি ওয়াটারপ্রুফ। ১০ ফুট পানির নিচেও ক্যামেরা ক্ষতিগ্রস্থ হবে না।

এতে এফ/২.৮ ফিক্সড লেন্স ব্যবহার করা হয়েছে। অটোফোকাস কিংবা অপটিক্যাল জুম নেই, তবে ৫-১০এক্স ডিজিটাল জুম রয়েছে। ১/২.৫ ইঞ্চি সিমোস সেন্সর। ভিডিওর জন্য এইচ.২৬৪ কোডেক ব্যবহার করা হয়েছে। ১০৮০পি কিংবা ৭২০ মোডে ভিডিও করা যাবে। পল এবং এনটিএসসি সেটিং এর ব্যবস্থা রয়েছে। ইমেজ ষ্ট্যাবিলাইজেশনও রয়েছে। এর নিজস্ব মেমোরীতে এডিটিং সফটওয়্যার দেয়া হয়েছে। তবে ম্যাকের সাথে এটা ব্যবহার করা যাবে না।
এর ব্যবহার খুব সহজ। কোন ধরনের ম্যানুয়েল কন্ট্রোল নেই।
ক্যামেরাটি কালো, নীল এবং লাল রঙে পাওয়া যাবে। এর দাম ১৪৯.৯৫ ডলার।

No comments:

Post a Comment