আমেরিকার শীর্ষস্থানিয় ক্যামেরা এবং ইলেকট্রনিক্স সামগ্রী বিক্রেতা এডোরামা জানিয়েছে তারা আইফোন সফটঅয়্যার নির্মাতাদের জন্য বার্ষিক পুরস্কারের ব্যবস্থা করছে। সেইসাথে ফটোগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করছে। ডিজিটাল ফটোগ্রাফির ক্ষেত্রে আইফোনের অবস্থানকে আরো শক্তিশালি করছে এধরনের ব্যবস্থা।এতে বিচারক হিসেবে থাকবেন বিশ্বখ্যাত ফটোগ্রাফার স্কট কেলবি (তার লেখা ফটোগ্রাফির বই রয়েছে), এবং ক্যানন, নাইকন ব্যবহারকারী সেরা ফটোগ্রাফাররা। ফটোগ্রাফি প্রতিযোগিতায় যেমন পুরস্কার দেয়া হবে তেমনি আইফোনের জন্য তৈরী ২ হাজারের বেশি সফটওয়্যার যারা তৈরী করেছেন সেখান থেকে বিজয়ী নির্বাচিত করে পুরস্কার দেয়া হবে।
আইফোনের ফটোগ্রাফি সফটওয়্যারের ক্ষেত্রে ৬টি বিভাগে পুরস্কার দেয়া হবে। এগুলি হচ্ছে colorization, masking/cropping, filters, zoom, panoramic এবং stop action। ফটোগ্রাফি প্রতিযোগিতার বিভাগের মধ্যে রয়েছে Nature, People, Humor এবং Creative/Special Effects.
পুরস্কারের তালিকায় রয়েছে ১০০০ ডলার এডোরামা গিফট সার্টিফিকেট, ১০টি ওয়াকম ট্যাবলেট, ১৫টি ক্যানন অয়্যারলেস প্রিন্টার, ৩০টি এডোরাম ১০০ ডলার গিফট সার্টিফিকেট এবং ২৫টি এপল এপ ষ্টোর গিফট সার্টিফিকেট।
No comments:
Post a Comment