প্রথম কোম্পানী হিসেবে দ্রুতগতির ইউএসবি ৩.০ পোর্ট ব্যবহার করে ল্যাপটপ বাজারে আনছে এইচপি। তাদের এনভি ১৫ ল্যাপটপ আসছে এপ্রযুক্তি নিয়ে। ইউএসবি ৩.০ এর স্পিড ইউএসবি ২.০ এর ১০ গুন বেশি। গত সপ্তাহের কনজুমার ইলেকট্রনিক্স শোতে আসুস, গিগাবাইট, ওয়েষ্টার্ন ডিজিটাল এবং আরো অনেকে ইউএসবি ৩.০ ব্যবহারের কথা জানিয়েছে।
এইচপি-র এনভি১৫ ল্যাপটপে ইন্টেল কোর ৭-আই প্রসেসরের সাথে এটিআই-৫৩৮০ গ্রাফিক্স প্রসেসর ব্যবহার করা হয়েছে। এর পরই ইউএসবি ৩.০ ব্যবহার করা অন্যান্য মডেলও বাজারে ছাড়া হবে বলে জানানো হয়েছে।
অন্যদের মধ্যে আসুস তাদের ইউএসবি ৩.০ ব্যবহার করা ল্যাটপের কথা জানালেও নির্দিষ্ট সময় জানায়নি।
No comments:
Post a Comment