January 15, 2010

ফেসবুক নিরাপত্তা বাড়াতে ম্যাকাফির সাহায্য নিচ্ছে Facebook beefs up security with McAfee software

সাইবার আক্রমন ঠেকাতে ম্যাকাফির সাহায্য নিচ্ছে ফেসবুক ব্যবহারকারীদের কম্পিউটার স্ক্যান করে রিপেয়ার করবে ম্যাকাফি এছাড়া ম্যাকাফি ফেসবুকের ৩৫ কোটি ব্যবহারকারীকে বিনামুল্যে ৬ মাসের ম্যাকাফি ইন্টারনেট সিকিউরিটি সফটওয়্যার ব্যবহারের সুযোগ করে দিচ্ছে

বিনামুল্যের এই সেবা দেয়ার পর ম্যাকাফি কম মুল্যে ব্যবহারকারীদের তাদের সফটওয়্যার ব্যবহারের সুযোগ দেবে, যদি তারা আগ্রহি হয় এছাড়া ফেসবুকের সাথে চুক্তির ফলে ম্যাকাফি ১ বছরের জন্য সিকিউরিটি সফটওয়্যারের দায়িত্ব পালন করবে
ফেসবুজ জানিয়েছে স্প্যাম এবং ভাইরাস তাদের নামমাত্র ব্যবহারকারীর জন্য সমস্যা সৃষ্টি করেছে কিন্তু হ্যাকাররা ক্রমেই এধরনের সোস্যাল নেটওয়ার্ক সাইটের দিকে নজর দিচ্ছে ব্যবহারকারীদের নিরাপত্তার জন্য তারা সবরকম চেষ্টা করে যাচ্ছে
ফেসবুকের সাথে ম্যাকাফির এই চুক্তিকে অনেকে বড় পদক্ষেপ বলে উল্লেখ করছেন সাধারনতভাবে অধিকাংশ ব্যবহারকারীই ক্ষতিকর সফটওয়্যারের আক্রমন থেকে রক্ষা পাওয়ার কোন ব্যবস্থা নিয়ে মাথা ঘামান না

No comments:

Post a Comment