দ্রুতগতির ডাউনলোডের জন্য এতে ওয়াই-ফাই এবং থ্রিজি কানেকটিভিটি রয়েছে। বই কেনাই শুধু না, এতে অল্প টাকায় পড়ার জন্য ভাড়া নেয়ার ব্যবস্থাও রয়েছে। বই ছাড়াও পত্রিকা, সংবাদপত্র ইত্যাদি পড়া যাবে এতে। সাধারন বইয়ের মাপের এই রিডারে ১৫০০ বই রাখা যাবে। এছাড়া ১৬ গিগাবাইট কার্ড ব্যবহার করে ১৭,৫০০ বই রাখা যাবে। সাধারন পিডিএফ ডকুমেন্টকে অনায়াসে এখানে এনে পড়া যাবে। বাজারের অন্যান্য ই-রিডারের তুলনায় এটা সবদিক থেকেই এগিয়ে।
বার্নেস এন্ড নোবলের নিজস্ব দোকান থেকে অথবা অনলাইনে তাদের কাছ থেকে এটা কেনা যাবে।
No comments:
Post a Comment