January 14, 2010

১০০ কোটি ডলারের দলে মডার্ন ওয়ারফেয়ার Modern Warfare 2 joins Avatar in $1 billion club

বিনোদনের কিছু থেকে ১০০ কোটি ডলার আয় বিরল ঘটনা। একই সময়ে দুটি ভিন্ন মাধ্যমের এই অর্জন সম্ভবত এবারই প্রথম। জেমস ক্যামেরনের থ্রিডি মুভি অবতারের পর এবার এই দলে যোগ দিয়েছে থ্রিডি গেম কল অব ডিউটি মডার্ন ওয়ারফেয়ার ২। একদিনে সর্বোচ্চ বিক্রির রেকর্ডও তাদের।

এর নির্মাতা একটিভিশন ব্লিজার্ড জানিয়েছে তাদের বিক্রি ১০০ কোটি ডলার পেরিয়েছে। বাজারে আসার ২ মাসের মধ্যে এই পরিমান বিক্রি হয়েছে। এর আগে তাদের তৈরী গিটার হিরো ৩ প্রথম গেম হিসেবে ১০০ কোটি ডলারে পৌছেছিল। মডার্ন ওয়্যারফেয়ারের প্রথম দিনের আয় গুগলের একদিনের আয়ের চেয়ে বেশি। এমনকি বহুল আলোচিত হালো ৩ কিংবা গ্রান্ড থেফট অটো এই পর্যায়ে যেতে পারেনি।
মডার্ন ওয়্যারফেয়ার গেমের দাম ৬০ ডলার। আর এখন পর্যন্ত অবতার যে হলগুলিতে দেখানো হচ্ছে তাতে খরচ ১০ থেকে ১৪ ডলার। খাবার, পানিয়, গাড়ি পাকিং ইত্যাদি সহ। অবতার ডিস্কে বিক্রি শুরু হলে তাদের আয়ের পরিমান অনায়াসে ২০০ কোটি ডলার ছাড়িয়ে যাবে বলে ধরে নেয়া যায়।

No comments:

Post a Comment