January 14, 2010

ভিভিটারের নতুন ক্যামেরা Vivitar Line Of 2010 Digital Cameras

৭০ বছরের বেশি সময় ধরে ক্যামেরা এবং ফটোগ্রাফি সামগ্রী নির্মাতা হিসেবে সুপরিচিত নাম ভিভিটার নতুন কয়েকটি ডিজিটাল ক্যামেরা বাজারে আনছে। নতুন ধরনের এই ক্যামেরাগুলি আকারে ছোট, ব্যবহার সহজ। V5028 মডেলের ক্যামেরাকে বলা হচ্ছে টুইন ভিউ। এর ডিসপ্লে ঘুরিয়ে ব্যবহার করে নিজের ছবি উঠানোর যাবে। ৫.১ মেগাপিক্সেল, ৪ এক্স ডিজিটাল জুমের ছোট এই ক্যামেরার দাম মাত্র ৬৯ ডলার।


আন্ডার ওয়াটার, অল ওয়েদার VT026 ক্যামেরার রেজুলুশন ১২.১ মেগাপিক্সেল। এতে ২.৪ ইঞ্চি ডিসপ্লে, ৪ এক্স ডিজিটাল জুম রয়েছে। নাম থেকেই ধরে নেয়া যায় পানিতে কিংবা অন্য কোনকিছুতেই এই ক্যামেরার ক্ষতি হবে না। এর দাম ১৯৯ ডলার।
১০.১ মেগাপিক্সেলের VX018 ক্যামেরায় ১.৮ ইঞ্চি ডিসপ্লে, ৪ এক্স ডিজিটাল জুম রয়েছে। ফেস ডিটেকশন, এন্টি শেক এবং ইউএসবি কানেকটিভিটি সহ এই ক্যামেরার দাম ৯৯ ডলার।
১৪.১ মেগাপিক্সেল VF540 ক্যামেরায় রয়েছে ৫ এক্স অপটিক্যাল জুম, জিপিএস, ৩ ইঞ্চি ফুল টাচস্ক্রিন ডিসপ্লে, ফেস ডিটেকশন, এন্টিশেক, ইউএসবি কানেকটিভিটি, লিথিয়াম আয়ন ব্যাটারী। এর দাম ১৯৯ ডলার।
এছাড়াও ৫ থেকে ১৪ মেগাপিক্সেলের আরো অনেকগুলি ক্যামেরার কথা জানানো হয়েছে। মডেলগুলি ViviCam V5016, V7022, V7024, VX025, VX029, VT027, VT030, VT324N, VT528, VT529। ক্যামেরাগুলি বিভিন্ন রঙে পাওয়া যাবে।

No comments:

Post a Comment