স্পিকারটির নাম ল্যাপডেস্ক। সোফায় বসে অনায়াসে কোলের ওপর রাখা যাবে। কিংবা বিছানায় রাখতেও কোন সমস্যা হবে না। পাতলা আকারের এই স্পিকারের ওপর ল্যাপটপ রেখে একটিমাত্র ইউএসবি সংযোগ দিতে হবে। এরপর স্পিকার নিজেই ল্যাপটপের অংশ।
এতে ২ ইঞ্চি স্পিকার ব্যবহার করা হয়েছে। শক্তিশালি বাস সহ শব্দের মান খুবই উন্নত। মাঝারি মানে স্পিকাররের জগতে লজিটেক বহুদিন থেকেই সুপরিচিত। কাজেই তাদের স্পিকার সম্পর্কে খুব বেশি বর্ননা প্রয়োজন হয় না।
স্পিকারের সাথে কম্পিউটার খুব ভালভাবে আটতে থাকে, ফলে খসে পড়ার ভয় নেই। ল্যাপটপকে ঠান্ডা রাখার জন্য এতে হিটসিংকের ব্যবস্থাও রাখা হয়েছে। সেইসাথে ধুলাবালি থেকে রক্ষা করার ব্যবস্থাও রাখা হয়েছে। ভলিউম কন্ট্রোল এবং অন-অফ সুইচ রয়েছে।
এন-৭০০ ল্যাপডেস্ক এর দাম ৮০ ডলার।
No comments:
Post a Comment