এর আগে মাইক্রোএসডি কার্ডের ক্ষেত্রে সর্বোচ্চ ধারনক্ষমতা ছিল ১৬ গিগাবাইট। এখন ৩২ গিগাবাইট কার্ড তৈরী করে স্যামসাং এসডিএইচসি কার্ডের সর্বোচ্চ সীমা ৩২ গিগাবাইট পৌছুল। এখানেই থেমে নেই তারা, এরপর এসডিএক্সসি কার্ডের কথাও জানিয়েছে। এর ধারনক্ষমতা হবে ২ টেরাবাইট পর্যন্ত।
আগামী মাস থেকে এগুলি বাজারে পাওয়া যাবে। এগুলি ব্যবহার করা যাবে মোবাইল ফোন এবং এমপিথ্রি প্লেয়ারে।
No comments:
Post a Comment