তিনি বলছেন, তার ব্লগ ব্যবহারের কারন তিনি জনগন এবং রাজনীতির সাথে দুরত্ব কমাতে চান। সেইসাথে দেশের পরিবর্তনের সাথে মিল রেখে চলতে চান। তিনি তার অফিসের ছাদের একটি ছবি ওয়েবসাইটে রেখে জানিয়েছেন সেটা তার নিজের হাতে মোবাইল ফোনে উঠানো।
সানফ্রান্সিকো ভিত্তিক টুইটারের ব্যবহারকারীর সংখ্যা কয়েক কোটি। এতে ১৪০ অক্ষরের মধ্যে বক্তব্য প্রকাশ করা যায়। ২০০৮ সালে এর জাপানী ভার্শন চালু করা হয়। প্রধানমন্ত্রীর ব্লগ এবং টুইটার একাউন্ট জাপানী ভাষায়।
সাধারনভাবে জাপানের রাজনীতিবিদরা ইন্টারনেট থেকে দুরে থাকেন। তাদের আইনে ইন্টারনেট ব্যবহার করে জাতীয় নির্বাচনের প্রচারনা চালানো নিষিদ্ধ। তবে ইদানিং তরুন রাজনীতিকদের অনেকেই টুইটার এবং ব্লগ ব্যবহার করছেন। যোগাযোগ মন্ত্রী জানিয়েছেন সরকার ইন্টারনেট ব্যবহারে নিষেধাজ্ঞা উঠিয়ে নিতে পারে।
No comments:
Post a Comment