January 3, 2010

জাপানের প্রধামন্ত্রীর ব্লগ-টুইটার ব্যবহার Japan PM starts tweeting, launches blog

জাপানের প্রধারমন্ত্রী উকিও হাতোয়ামার জনপ্রিয়তা কমতির দিকে এটা রাজনৈতিক খবর। আর প্রযুক্তির খবর হচ্ছে তিনি টুইটার ব্যবহার শুরু করেছেন, নিজস্ব ব্লগ চালু করেছেন। স্পষ্টতই এগুলি করা হচ্ছে জনপ্রিয়তা বাড়ানোর জন্য। টুইটারে প্রথম দিনে তিনি সবাইকে নববর্ষের সুভেচ্ছা জানিয়েছেন এবং লিখেছেন প্রতিদিন অন্তত একবার তিনি সেখানে লিখবেন।
তিনি বলছেন, তার ব্লগ ব্যবহারের কারন তিনি জনগন এবং রাজনীতির সাথে দুরত্ব কমাতে চান। সেইসাথে দেশের পরিবর্তনের সাথে মিল রেখে চলতে চান। তিনি তার অফিসের ছাদের একটি ছবি ওয়েবসাইটে রেখে জানিয়েছেন সেটা তার নিজের হাতে মোবাইল ফোনে উঠানো।
সানফ্রান্সিকো ভিত্তিক টুইটারের ব্যবহারকারীর সংখ্যা কয়েক কোটি। এতে ১৪০ অক্ষরের মধ্যে বক্তব্য প্রকাশ করা যায়। ২০০৮ সালে এর জাপানী ভার্শন চালু করা হয়। প্রধানমন্ত্রীর ব্লগ এবং টুইটার একাউন্ট জাপানী ভাষায়।
সাধারনভাবে জাপানের রাজনীতিবিদরা ইন্টারনেট থেকে দুরে থাকেন। তাদের আইনে ইন্টারনেট ব্যবহার করে জাতীয় নির্বাচনের প্রচারনা চালানো নিষিদ্ধ। তবে ইদানিং তরুন রাজনীতিকদের অনেকেই টুইটার এবং ব্লগ ব্যবহার করছেন। যোগাযোগ মন্ত্রী জানিয়েছেন সরকার ইন্টারনেট ব্যবহারে নিষেধাজ্ঞা উঠিয়ে নিতে পারে।

No comments:

Post a Comment