January 3, 2010

ইন্টারনেটে ডাউনলোড নিয়ন্ত্রনের কথা বললেন বোনো Bono calls for control over Internet downloads

দুই দশকের বেশি সময় ধরে জনপ্রিয়তার শীর্ষে থাকা আইরিশ পপ দল ইউ-টু এর প্রধান বোনো ইন্টারনেট ব্যবহার করে অবৈধ ডাউনলোড নিয়ন্ত্রন করার কথা বললেন। তিনি বলেছেন এতে মেধাস্বত্ব বিঘ্নিত হচ্ছে এবং এর নির্মাতা এবং সংস্কৃতি ক্ষতিগ্রস্থ হচ্ছে। নিউ ইয়র্ক টাইমসে তিনি এই বক্তব্য লেখেন। তিনি বলছেন ইন্টারনেটের যে পরিবর্তন হতে যাচ্ছে তাতে আগামীতে কয়েক সেকেন্ডে একটি পুরো মুভি ডাউনলোড করা যাবে।
এতে একজন সঙ্গিত রচয়িতার যা ক্ষতি হয় তারপক্ষে অন্য কোনভাবে সেটা পুরন করার উপায় নেই। সঙ্গিত জগত যা করতে পারেনি তা মুভির লোকেরা করতে পারবে বলে তিনি তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি উল্লেখ করেছেন তাদের যোগ্যতার কারনেই সঙ্গিত, মুভি, টিভি-শো, ভিডিও গেম ইত্যাদি আমেরিকার মোট জাতিয় আয়ের প্রায় ৪ ভাগ যায়গা দখল করেছে।
উদাহরন হিসেবে তিনি বলেছেন আমেরিকা যেভাবে শিশু পর্নগ্রাফি বন্ধ করেছে, চীন যেভাবে অনলাইনে বাধা দিচ্ছে তাতে এটা প্রমান হয় যে ইচ্ছে করলে কোথায়, কিভাবে, কি ডাউনলোড হচ্ছে তা বের করা সম্ভব।  

No comments:

Post a Comment