January 4, 2010

ইন্টেল কোর আই-৩ দিয়ে ডেলের ল্যাপটপ Dell laptop using Intel Core i3


আগে থেকেই বলা হচ্ছে এবারের কনজুমার ইলেকট্রনিক্স শোতে সবচেয়ে বেশি যায়গা দখল করবে নেটবুক, নোটবুক, স্মার্টফোন ইত্যাদি। ডেলের ইন্সপাইরন সিরিজের একটি ল্যাপটপ দেখা গেছে কানাডার একটি ওয়েবসাইট যেখানে ইন্টেলের আই সিরিজের প্রসেসর ব্যবহার করা হয়েছে। এই সিরিজের আই-৩ প্রথম নেহালেম মাইক্রোআর্কিটেকচারের প্রসেসর যা কমদামের এবং ল্যাপটপে ব্যবহারের উপযোগি।
ল্যাপটপের যা বর্ননা দেয়া হয়েছে তা এমন,
• Processor: Core i3
• Display: 15.6″ TFT
• Memory: 4096MB
• Hard disk drive: 320GB 7200rpm
• Optical drive: DVDRW
• Operating system: Microsoft Windows 7 Home Premium 64-bit
• Video card: Intel Integrated Graphics Media Accelerator HD
কষ্টকো ওয়েবসাইটের হিসেব অনুযায়ী এর দাম ৯৮৩ ডলার। জানুয়ারীর ১৭ তারিখ থেকে তারা বিক্রি শুরু করবে।
উল্লেখ্য এই দাম একই কনফিগারেশনের গেটওয়ে কিংবা এইচপি থেকে কিছুটা বেশি।

No comments:

Post a Comment