January 4, 2010

ফ্রিস্কেলের ১৯৯ ডলারের ট্যাবলেট The $199 tablet from Freescale


সিইএস-এ ১৯৯ ডলারের ট্যাবলেট কম্পিউটার আনছে ফ্রিস্কেল সেমিকন্ডাক্টর। আরম প্রসেসর ব্যবহার করা এই কম্পিউটারের ঘোষনা এল এপলের ট্যবলেট (আই-স্লেট) এর ঘোষনার আগে। আরেকটি বিষয়ে ফ্রি-স্কেল নিজেদের এগিয়ে রাখছে এর দাম ২০০ ডলারের মধ্যে রেখে।
তাদের এই ট্যাবলেট এন্ড্রয়েড এবং লিনাক্স অপারেটিং সিষ্টেমে চলবে। অন্যান্য স্পেসিফিকেশন;
• Display: 7-inch (1024 x 600) touch screen
• Processor: Freescale i.MX515 processor based on ARM Cortex-A8 core
• Connectivity: 3G modem (option) 802.11 b/g/n, Bluetooth 2.1, GPS
• Memory: 512 MB DDR2
• Storage: from 4GB to 64GB internal storage; removable micro SD
• Camera: 3 Mpixel (video recording up to VGA 30fps)
• Sensors: 3-axis accelerometer and an ambient light sensor
• Adobe Flash Player support
• Operating system: Android or Linux
• Price: under $200


ফেব্রুয়ারীর শুরু থেকেই এটা বাজারে বিক্রি হবে বলে জানা গেছে।

No comments:

Post a Comment