বর্তমানে মোবাইল ফোনের গেমের জগত দখল করে রেখেছে আইফোন এবং নোকিয়া। বর্তমানে আইফোনের জন্য গেমের সংখ্যা ৯৫০। আইফোন এবং আইপড টাচের জন্য এগুলি বিক্রি হয়েছে ৩ কোটির বেশি। অন্যদিকে নোকিয়ার এন-গেজ নোকিয়ার এন সিরিজ এবং এস-৬০ অপারেটিং সিষ্টেমে ব্যবহার করা যায়, যা ব্যবহার সহজ। তাদের গেমের জনপ্রিয়তা আইফোনের সাথে তুলনা করা যায় না। গেম কনসোল হিসে এক্স-বক্সের যে জনপ্রিয়তা তা মাইক্রোসফটকে অনায়াসে প্রতিদ্বন্দিতায় আনতে পারে।
বলা হচ্ছে আগামী ২০১৪ সালে মোবাইল গেমের ব্যবসা ১১৭০ কোটি ডলারে পৌছুবে। এর বড় অংশ থাকবে এপলের দখলে। প্রায় একচতুর্থাংশ তাদের হাতে থাকার কথা। মাইক্রোসফট যদি না তাতে ভাগ বসাতে সক্ষম হয়।
এপলের এখন পর্যন্ত গেম কনসোল নেই। এটাই হয়ত মাইক্রোসফটকে সুযোগ করে দিচ্ছে।
No comments:
Post a Comment