January 2, 2010

এক্স-বক্স আসছে উইন্ডোজ মোবাইলে Microsoft May Bring Xbox Live To Windows Mobile

মাইক্রোসফট এক্স-বক্স নামের গেম কনসোলের অনলাইন গেমগুলি যদি মোবাইল ফোনেই খেলা যায় তাহলে কেমন হয় ? একাজটিই করতে যাচ্ছে মাইক্রোসফট। এবছর তাদের উইন্ডোজ মোবাইল ৭ এর রিলিজের সময় থেকেই এটা হতে পারে। অন্তত একাজের জন্য তারা লোক খোজ করছে। ২৩ ডিসেম্বর তারিখে তাদের জব সাইটে একজন প্রিন্সিপাল প্রোগ্রাম ম্যানেজারের বিজ্ঞাপন ছাপা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে তাকে এক্স-বক্স লাইভ এর গেমকে মোবাইল ফোনে আনার যোগ্যতাসম্পন্ন হতে হবে।
বর্তমানে মোবাইল ফোনের গেমের জগত দখল করে রেখেছে আইফোন এবং নোকিয়া। বর্তমানে আইফোনের জন্য গেমের সংখ্যা ৯৫০। আইফোন এবং আইপড টাচের জন্য এগুলি বিক্রি হয়েছে ৩ কোটির বেশি। অন্যদিকে নোকিয়ার এন-গেজ নোকিয়ার এন সিরিজ এবং এস-৬০ অপারেটিং সিষ্টেমে ব্যবহার করা যায়, যা ব্যবহার সহজ। তাদের গেমের জনপ্রিয়তা আইফোনের সাথে তুলনা করা যায় না। গেম কনসোল হিসে এক্স-বক্সের যে জনপ্রিয়তা তা মাইক্রোসফটকে অনায়াসে প্রতিদ্বন্দিতায় আনতে পারে।
বলা হচ্ছে আগামী ২০১৪ সালে মোবাইল গেমের ব্যবসা ১১৭০ কোটি ডলারে পৌছুবে। এর বড় অংশ থাকবে এপলের দখলে। প্রায় একচতুর্থাংশ তাদের হাতে থাকার কথা। মাইক্রোসফট যদি না তাতে ভাগ বসাতে সক্ষম হয়।
এপলের এখন পর্যন্ত গেম কনসোল নেই। এটাই হয়ত মাইক্রোসফটকে সুযোগ করে দিচ্ছে।

No comments:

Post a Comment