January 13, 2010

গুগল চীনে সেবা বন্ধ করতে পারে Google may pull out of China

ক্রমাগত হামলার মুখে গুগল চীনে তাদের সার্ভিস বন্ধ করে দেয়ার চিন্তা করছে। ভিন্ন মতাবলম্বীদের মত প্রকাশে বাধা দেয়ার চীনের নীতিতে সহায়তা করার জন্য গুগল সবসময়ই সমালোচিত। চীন সরকারকে এধরনের ওয়েবসাইট এড়িয়ে চলতে সাহায্য করে তারা। এখন গুগল বলছে তারা এধরনের সেন্সরশীপ মেনে সেখানে কাজ করবে না। হিলারী ক্লিনটন সম্প্রতি চীনের সমালোচনা করে সবাইকে অবাধে ইন্টারনেটে মত প্রকাশের অধিকার দেবার কথা বলার পর গুগল একথা জানাল। গত সপ্তাহে গুগল প্রধানের সাথে ডিনার খান হিলারী ক্লিনটন।
চীন সরকারকে ভিন্ন মতাবলম্বিদের মত প্রকাশে বাধা দেয়ায় সহায়তা করার কারনে গুগল বিপুলভাবে সমালোচিত হয়ে ইউরোপ এবং আমেরিকায়। গুগল জানিয়েছে তাদের ই-মেইল ব্যবস্থায় মানবাধিকার সংস্থাগুলিতথ্য জানার চেষ্টা করা হয়েছে। হ্যাকাররা তাদের ইমেইল একাউন্ট হ্যাক করার চেষ্টা করে দুটি একাউন্ট পেয়েছে যেখানে কারো পরিচিতি ছিল না। শুধুমাত্র ইমেইলের বিষয়টি ছিল। এই ঘটনার সাথে চীন সরকার সম্পৃক্ত কিনা সেকথা বলা হয়নি।  গুগল জানিয়েছে তারা এখনো বিষয়টি জানার চেষ্টা করছে। তবে অনেকেই গুগলের এই বক্তব্যকে তাদের নীতির একেবারে উল্টো বলে মন্তব্য করেছেন।
ব্যবসা হিসেবে চীনে গুগলের উপস্থিতি এখনও উল্লেখ করার মত না। গতবছর সেখানে সার্চইঞ্জিনের হিট ছিল ১০০ কোটি। এই বছর তা ১৫০ কোটিতে পৌছুবে। তারপরও এই পরিমান মোট ইন্টারনেট বিজ্ঞাপনের তুলনায় কম। সেখানে ২৫ ভাগ মানুষ ইন্টারনেট ব্যবহার করে।
খবর প্রকাশিত হওয়ার পর গুগলের শেয়ারের দাম ১.৩ ভাগ কমে গেছে। অন্যদিকে চীনের নিজস্ব সার্চ ইঞ্জিন বাইডুর দাম বেড়েছে ৬.৮ ভাগ।

No comments:

Post a Comment