চীন সরকারকে ভিন্ন মতাবলম্বিদের মত প্রকাশে বাধা দেয়ায় সহায়তা করার কারনে গুগল বিপুলভাবে সমালোচিত হয়ে ইউরোপ এবং আমেরিকায়। গুগল জানিয়েছে তাদের ই-মেইল ব্যবস্থায় মানবাধিকার সংস্থাগুলিতথ্য জানার চেষ্টা করা হয়েছে। হ্যাকাররা তাদের ইমেইল একাউন্ট হ্যাক করার চেষ্টা করে দুটি একাউন্ট পেয়েছে যেখানে কারো পরিচিতি ছিল না। শুধুমাত্র ইমেইলের বিষয়টি ছিল। এই ঘটনার সাথে চীন সরকার সম্পৃক্ত কিনা সেকথা বলা হয়নি। গুগল জানিয়েছে তারা এখনো বিষয়টি জানার চেষ্টা করছে। তবে অনেকেই গুগলের এই বক্তব্যকে তাদের নীতির একেবারে উল্টো বলে মন্তব্য করেছেন।
ব্যবসা হিসেবে চীনে গুগলের উপস্থিতি এখনও উল্লেখ করার মত না। গতবছর সেখানে সার্চইঞ্জিনের হিট ছিল ১০০ কোটি। এই বছর তা ১৫০ কোটিতে পৌছুবে। তারপরও এই পরিমান মোট ইন্টারনেট বিজ্ঞাপনের তুলনায় কম। সেখানে ২৫ ভাগ মানুষ ইন্টারনেট ব্যবহার করে।
খবর প্রকাশিত হওয়ার পর গুগলের শেয়ারের দাম ১.৩ ভাগ কমে গেছে। অন্যদিকে চীনের নিজস্ব সার্চ ইঞ্জিন বাইডুর দাম বেড়েছে ৬.৮ ভাগ।
No comments:
Post a Comment