January 13, 2010

স্যামসাং এর বহনযোগ্য সহনশীল হার্ডডিস্ক Samsung Stylish, Rugged Eco-friendly External Hard Drive

বহনযোগ্য হার্ডডিস্ক ব্যবহারের সময় প্রথমেই যা নিয়ে ভাবতে হয় তা হচ্ছে ধাক্কা লাগলে কিংবা হাত থেকে পড়ে গেলে সেটার কি হবে সেদিকে লক্ষ্য রেখে পরিবেশবান্ধব নতুন হার্ডডিস্ক বাজারে এনেছে স্যামসাং অত্যন্ত আকর্ষনীয় গড়নের এই হার্ডডিস্কগুলি ১.৮ ইঞ্চি, ২.৫ ইঞ্চি এবং ৩.৫ ইঞ্চি মাপের
জি-সিরিজ জি-টু পোর্টেবল নামের ২.৫ ইঞ্চি মাপের ডিস্কগুলি পাওয়া যাবে ২৫০, ৩২০, ৫০০ এবং ৬৪০ গিগাবাইটের আর জি-থ্রি ষ্টেশন নামের ৩.৫ ইঞ্চি মাপে পাওয়া যাবে ১, ১.৫ এবং ২ টেরাবাইটের
এই ডিস্কগুলি কম বিদ্যুত খরচ করবে, ব্যবহারের সময় শব্দ হবে না এবং এগুলি হ্যালোজেন ফ্রি
সবগুলি হার্ডডিস্ক ইউএসবি ২.০ ইন্টারফেস ব্যবহার করবে এবং ৪৮০ এমবিপিএস গতিতে ডাটা ট্রান্সফার করবে এছাড়া এতে অটো ব্যাকআপ, ডাটা এনক্রিপশন এবং পাশওয়ার্ড প্রোটেকশনের ব্যবস্থা রয়েছে
জানুয়ারীর মাঝামাঝি থেকেই এগুলি সারাবিশ্বে বিক্রি হওয়ার কথা তিন বছর ওয়ারেন্টি সহ ২ টেরাবাইট জি-থ্রি ষ্টেশন এর দাম ১৯৯ ডলার

No comments:

Post a Comment