ক্যামেরাগুলিতে অপটিক্যাল জুম ৫২ এক্স, একে ইন্টেলিজুম হিসেবে ৬৫এক্স পর্যন্ত ব্যবহার করা যাবে। এতে ১/৬ ইঞ্চি সিসিডি সেন্সর রয়েছে। বড় আকারের এই সেন্সর ক্যামেরাগুলিকে অন্যান্য সাধারন ক্যামেরা থেকে পৃথক করেছে অনায়াসেই। ক্যামেরাগুলিতে একচার্জে ৪ ঘন্টা ১০ মিনিট ভিডিও করা যাবে। প্রতি ১৬ গিগাবাইট মেমোরীতে ৬ ঘন্টা ২০ মিনিট ভিডিও করা যাবে।
ক্যামেরাগুলির সাথে স্যামসাং এর প্লে-এডিট সফটওয়্যার ইন্টেলি-ষ্টুডিও ২.০ দেয়া হবে। কাজেই সরাসরি ক্যামেরাতেই ভিডিও দেখা, এডিট করা এবং সেখান থেকেই ইন্টারনেটে পাঠানোর কাজ করা যাবে।
ক্যামেরাগুলিতে ৮টি সিন মোড রয়েছে। বিভিন্ন পরিস্থিতিতে এগুলি মানানসই ভিডিও করতে সাহায্য করবে। এছাড়া স্মার্ট-অটো ফিচার ব্যবহার করলে ক্যামেরা নিজেই সবধরনের সেটিং ঠিক করে নেবে। ফলে কখনোই খারাপ ভিডিও হবে না।
সবগুলি মডেলের ক্যামেরায় ভিডিও রেজুলুশন ৭২০-৪৮০। SMX-F44 মডেলে ১৬ গিগাবাইট ইন্টারনাল মেমোরী এবং মেমোরী কার্ড, SMX-F43 মডেলে ৮ গিগাবাইট এবং মেমোরী কার্ড, এবং SMX-F40 মডেলে শুধু এসডি/এসডিএইচসি কার্ড ব্যবহার করা যাবে।
ক্যামেরাগুলির দুটি ফেব্রুয়ারীতে এবং একটি মার্চে বাজারে ছাড়া হবে।
No comments:
Post a Comment