November 13, 2009

ইউটিউবে হাই-ডেফিনিশন ভিডিও YouTube to get high-def 1080p Video player


ইউটিউব জানিয়েছে তাদের সাইটে এখন ১০৮০পি হাই-ডেফিনিশন ভিডিও ব্যবহার করা যাবে। এছাড়া নতুন ফুলস্ক্রিন প্লেয়ারও যোগ করা হয়েছে। বর্তমানের ৭২০পি হাই-ডেফিনিশনের যায়গায় ফুল এইচডি নামে পরিচিত নতুন এই ভিডিও কয়েকদিনের মধ্যেই সব ব্যবহারকারী ব্যবহারের সুযোগ পাবেন। ইউটিউবের পক্ষ থেকে জানানো হয়েছে প্রায় অর্ধেক ভিডিও ইতিমধ্যে নতুনভাবে এনকোড করা হয়েছে।

বর্তমানে ইউটিউব ভিডিওর ১০ ভাগ এইচডি ফরম্যাটে। কারন হিসেবে বলা হয়েছে ব্যবহারকারীর ধীরগতির ইন্টারনেট সংযোগ এবং অন্যান্য প্রয়োজনীয় হার্ডওয়্যার না থাকায় তারা উচুমানের ভিডিও ব্যবহার করতে পারেন না। আর কম্পিউটারের চেয়ে মোবাইল ফোন থেকে ব্যবহারের সংখ্যা বাড়ছে। এবছর মোবাইল ফোনে ইউটিউব ব্যবহারকারীর সংখ্যা ২০০০ গুন বৃদ্ধি পেয়েছে বলে জানানো হয়েছে।

No comments:

Post a Comment