November 13, 2009

এসার নোটবুকে এন্ড্রয়েড এবং এক্সপি চলবে Acer Aspire One AOD250 notebook runs both XP and Android


এন্ড্রয়েড একসময় নোটবুকে ব্যবহার করা হবে এনিয়ে কথা চলছে অনেকদিন ধরেই। বর্তমানের বাস্তবতা হচ্ছে পুরোপুরি এন্ড্রয়েডভিত্তিক কম্পিউটার এখনও না দেখা গেলেও তার ব্যবহার শুরু হয়েছে। এসারের ডুয়াল বুট Acer Aspire One AOD250 নোটবুক এক্সপি এবং এন্ড্রয়েড দুই ব্যবহার করা যাবে। এতে পুরো অপারেটিং সিষ্টেমের সুবিধে হয়ত পাওয়া যাবে না কিন্তু সাধারন প্রসেসরে এন্ড্রয়েড ব্যবহার করা যায় এটাই উল্লেখযোগ্য বিষয়।

এতে ব্রাউজার হিসেবে ফায়ারফক্স ব্যবহার করা যাবে, তার মাধ্যমে জি-মেইলও ব্যবহার করা যাবে। অন্তত গুগলের হিসেবে সরাসরি জি-মেইল ব্যবহারের সুযোগ থাকার কথা ছিল না নেই। এছাড়া ফ্লাশ সাপোর্টও নেই।

এটা একেবারেই প্রাথমিক পর্যায়। আশা করা যায় দ্রুতই অবস্থার উন্নতি হবে। অপারেটিং সিষ্টেমের বাইরে নোটবুকটি অন্যান্য নোটবুকের মতই। উল্লেখ করার মত বিশেষ কিছু নেই।

No comments:

Post a Comment