মেগাপিক্সেলের লড়াই কতদিন ধরে চলবে এনিয়ে বিতর্কের অন্ত নেই। এরই মধ্যে তোসিবা ঘোষনা করেছে তারা ১৪ মেগাপিক্সেল সেন্সর তৈরী করেছে। এগুলি মোবাইল ফোন এবং ডিজিটাল ক্যামেরায় ব্যবহার করা হবে। একে বলা হচ্ছে ব্যাক-লিট সেন্সর। তোসিবার ভাষায়, ব্যাক-সাইড ইল্যুমিনেশন (বিএসআই) এর বৈশিষ্ট হচ্ছে এটা আলোকে ৪০% বেশি ব্যবহার করতে পারে। কারন এই পদ্ধতিতে লেন্স বসানো হয় সেন্সরের পিছনে।
নতুন সেন্সরের নমুনা তৈরী হবে ডিসেম্বরেই। আগামী বছর বানিজ্যিকভাবে তৈরীর কাজ শুরু হবে। ধরে নেয়া যায় আগামী বছর শেষ হওয়ার আগেই এই সেন্সর ব্যবহার করা মোবাইল ফোন কিংবা ক্যামেরা মানুষের হাতে পৌছুবে।
No comments:
Post a Comment