শীর্ষ দুই চিপ নির্মাতা ইন্টেল এবং এএমডি-র দ্বন্দ বহু বছরের। এএমডি বহুবছর ধরে ইন্টেলের বিরুদ্ধে মামলা চালিয়ে যাচ্ছে অসাধু উপায়ে কম্পিউটার নির্মাতাদের কাছে নিজেদের চিপ বিক্রিতে বাধ্য করা সহ অন্যান্য নানা বিষয়ে। আর ইন্টেল অভিযোগ করেছে তাদের পেটেন্ট ভংগ করার। শেষ পর্যন্ত বিষয়টি মিটমাট করার সিদ্ধান্ত নিয়েছে দুই কোম্পানী। এজন্য এএমডি ৩০ দিনের মধ্যে ক্যাশ ১২৫ কোটি ডলার পাবে ইন্টেলের কাছ থেকে অতীতের ক্ষতিপুরনের জন্য।
সমঝোতার ফলে দুজনে একে অন্যের মামলাগুলো প্রত্যাহার করবে। দুজনেই দুজনের পেটেন্ট ঠিক রেখে ব্যবসা করবে।
এর ফল কি হবে তা এইমুহুর্তে হয়ত চোখে পড়বে না। তবে কম্পিউটারের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আশা করছেন সকলেই। অনেকক্ষেত্রেই দাম কম এবং সুবিধে বেশি থাকলেও মানুষকে এএমডির-র বদলে ইন্টেল কিনতে বাধ্য করা হত। চুক্তির মাধ্যমে ইন্টেলকে সেকাজ থেকে বিরত রাখার ব্যবস্থা নেয়া হয়েছে। ফলে আগামীতে সমান সুযোগের ভিত্তিতে ব্যবসা হওয়ায় এএমডির-র ব্যবহার বাড়বে এটা ধরে নেয়া যায়। আর ইন্টেলকে সরাসরি দামে প্রতিযোগিতায় নেমে দাম কমাতে হবে এটাও নিশ্চিত।
No comments:
Post a Comment