November 15, 2009

এক্সপি ফোনে উইন্ডোজ ৭ চলবে ITG xpPhone gets Windows 7, 5MP camera and 120GB storage


আইটিজি এক্সপি ফোনের খবর নিশ্চয়ই আগে পড়েছেন এর সম্পর্কে অতিরিক্ত তথ্য হচ্ছে ইচ্ছে করলে অন্য অপারেটিং সিষ্টেম, যেমন উইন্ডোজ ৭ ব্যবহার করা যাবে আপাতত এগুলি এক্সপি, ডস এবং উইন্ডোজ ৭ সহ ছাড়া হবে এতে থাকবে এএমডি সুপার মোবাইল প্রসেসর ক্লক স্পিড ১ গিগাহার্টজের কিছু কম বা বেশি স্পিড নির্দিষ্ট করে জানানো হয়নি

এতে ৮ গিগাবাইট থেকে ১২০ গিগাবাইট পর্যন্ত এসএসডি ষ্টোরেজ নেয়া যাবে র‌্যাম ৫১২ মেগাবাইট, ১ গিগাবাইট অথবা ২ গিগাবাইট বিভিন্ন মডেলের জন্য স্ক্রীন সাইচ ৪.৩ ইঞ্চি, ৪.৭ ইঞ্চি এবং ৭ ইঞ্চি রেজ্যুলুশন ৮০০-৪৮০ অথবা ১০২৪-৬০০ পিক্সেল

এছাড়া ব্যবহারকারী নিজের পছন্দমত ১.৩, ৩ এবং ৫ মেগাপিক্সেল ক্যামেরা নিতে পারবেন সাধারন ফোনের সাথে ইচ্ছে করলে ওয়াইম্যাক্স এবং থ্রিজি নেয়া যাবে

এর দাম কত হবে তা এখনো জানানো হয়নি তবে কোম্পানীর প্রিঅর্ডারের ফরম রয়েছে কোম্পানীর ওয়েবসাইটে

No comments:

Post a Comment