November 15, 2009

চাদে পানির অস্তিত্ব নিশ্চিত করল নাসা NASA spacecraft confirms water ice deposits on moon

চাদের দক্ষিন মেরুতে একটি খালি রকেট আছড়ে ফেলার পর তাথেকে উৎপন্ন গর্ত চাদে পানি এবং বরফের অস্তিত্ব নিশ্চিত করছে, জানাচ্ছে আমেরিকার মহাকাশ গবেষনা কেন্দ্র নাসা। বহু বছর ধরে এধরনের কথা বলা হলেও এবারই সেটা নিশ্চিত করা হল।

গত জুনের ১৮ তারিখে প্রায় ৮ কোটি ডলারের এই বিশেষ মিশন শুরু করা হয়। প্রকল্পের জন্য নাসার মোট খরচ ৫০ কোটি ডলার। উদ্দেশ্য চাদের একটি পরিপুর্ন মানচিত্র তৈরী করা। বলা হচ্ছে এর ফলে চাদ সম্পর্কে মানুষের ধারনা পাল্টে যাবে।

এই পানি কি কাজে লাগতে পারে সেপ্রশ্ন করতেই পারেন ? এর উত্তরও দেয়া হয়েছে। পানি থেকে শ্বাস নেয়ার মত বায়ু তৈরী করা সম্ভব। এমনকি তা ভেঙে অক্সিজেন এবং হাইড্রোজেন পৃথক করে রকেট চালানোর মত শক্তি পাওয়াও সম্ভব। কেউ কেউ আগবাড়িয়ে মন্তব্য করছেন পৃথিবীতে পানির সংকট হলে সেখান থেকে পানির যোগান দেয়া সম্ভব।

বাস্তবতা হচ্ছে, বহু লক্ষ বছর ধরে এই বিশ্ব স্থীতিশীল অবস্থাতেই ছিল। বর্তমানে গ্লোবাল ওয়ার্মিং এর কারনে যে সংকট সৃষ্টি হয়েছে সেজন্য সবচেয়ে বেশি দায়ী আমেরিকা। চাদ থেকে পানি না এনে বরং পৃথিবী ধ্বংস করা থেকে বিরত থাকা তাদের বড় দায়িত্ব, এই মন্তব্য অন্যদের।

No comments:

Post a Comment