November 16, 2009

এপল আইফোন ন্যানো Apple iPhone Nano


এপল ছোট আকারের আইফোন ন্যানো তৈরী করতে যাচ্ছে। যারা আইপড ন্যানো ব্যবহার করেন তারা জানেন এটা আসলে কি। আকারে একেবারে ছোট। শোনা যাচ্ছে এর স্ক্রিন হবে ২.৮ ইঞ্চি। যদি ছোট আকারের আইফোন বাজারে আসে সেটা সবচেয়ে জনপ্রিয় ফোনে পরিনত হবে এতে সন্দেহ নেই।

আইফোন ন্যানোতে জিএসএম এবং সিডিএমএ দুইই ব্যবহার করা যাবে। আমেরিকা এবং ইউরোপ দুদিকের বাজার ধরার জন্যই এই ব্যবস্থা। গান, ভিডিও, ছবি ইত্যাদির জন্য ৮ গিগাবাইট মেমোরী থাকবে। মাল্টিটাচ ইন্টারফেস, ওয়াই-ফাই, বিল্ট-ইন সাফারী ইত্যাদি থাকবে এতে।

এবছর এটা দেখার সম্ভাবনা খুবই কম। ধারনা করা হচ্ছে আগামী বছরের মাঝামাঝি এটা বাজারে পাওয়া যাবে। আগামী সিইএস (কনজুমার ইলেকট্রনিক্স শো) তে একে দেখা যাবে বলে অনুমান করা হচ্ছে।

No comments:

Post a Comment