আপনি কি মনিটরে সব রঙ দেখতে পান ? হয়ত আপনারা জানা নেই। তবে লক্ষ্য করেছেন আপনার কম্পিটারে কোন ছবি কিংবা ভিডিও যত পরিস্কার দেখা যায় আরেক কম্পিউটারে তেমন দেখা যায় না (অথবা উল্টোটা)। যারা ইমেজ এডিটিং, ভিডিও এডিটিং, এনিমেশন ইত্যাদির কাজ করেন তাদের নিশ্চিত হওয়া প্রয়োজন নিজের কম্পিউটারে যা দেখা যাচ্ছে ঠিক তেমনটাই প্রিন্ট হবে, কিংবা টিভিতে দেখা যাবে, কিংবা যাকে কাজ দেবেন তার কম্পিউটারে সে ঠিক দেখবে। আপনি নিজেই অল্প সময়ে খুব সহজে সঠিক রং নিশ্চিত হওয়ার কাজটি করে নিতে পারেন।
ছবিটি ডাউনলোড করে (রাইট-ক্লিক করে সেভ ইমেজ) আপনার কম্পিউটারে ওপেন করুন। এরপর লক্ষ্য করুন সাদা-কালো সারির কতগুলি আপনি স্পষ্টভাবে দেখতে পান। সম্ভাবনা খুবই বেশি, সাদা অথবা কালো অংশ লেপ্টে রয়েছে। ব্রাইটনেস এবং কন্ট্রাষ্ট পরিবর্তন করে যতটা সম্ভব পৃথকভাবে সাদা-কালো সারির ২০টি ভাগ দেখার ব্যবস্থা করুন। আপনার মনিটরে সবগুলি রঙ দেখা যায় কিনা জানতে পাবেন নিচের রঙিন অংশ থেকে।
কয়েকটি বিষয় মনে রাখা জরুরী;
গ্রাফিক ডিজাইন কাজের জন্য তৈরী সত্যিকারের কালার ক্যালিব্রেটেড মনিটরগুলি খুব দামী। আপনার মনিটরে সেই পরিমান নির্ভুলতা হয়ত পাবেন না।
ঘরের আলো, সুর্যের আলো (সকাল-দুপুর কিংবা রাত) ইত্যাদির সাথেসাথে মনিটরের দেখার বৈশিষ্টগুলি পরিবর্তন হয়। যতটা সম্ভব সমপরিমান আলো রাখার ব্যবস্থা করুন।
ডেস্কটপে খুব রঙচঙে ওয়ালপেপার ব্যবহার করলে তার প্রভাব অন্য ইমেজে পরে। সতটা সম্ভব সাদামাটা রঙের ওয়ালপেপার ব্যবহার করুন।
বর্তমানের অনেক মনিটরেই স্ক্রীন ইমেজের পরিবর্তনের সাথেসাথে নিজে থেকেই ব্রাইটনেস-কন্ট্রাষ্ট পরিবর্তনের অপশন থাকে। সেটা ব্যবহার করতে পারেন।
Useful information. Thanks.
ReplyDelete