এ সপ্তাহেই দক্ষিন কোরিয়ায় এপলের আইফোন বিক্রি শুরু হচ্ছে। দক্ষিন কোরিয়ার কেটি কর্পোরেশন একথা জানিয়েছে। এরফলে বিশ্বের সবচেয়ে বেশি মোবাইল ফোন ব্যবহারের দেশে বিশ্বসেরা মোবাইল ফোন প্রবেশ করতে যাচ্ছে।
এমাসের ২৮ তারিখ থেকে দক্ষিন কোরিয়ার দ্বিতীয় বৃহত্তম মোবাইল সেবা প্রতিষ্ঠান কেটি কর্পোরেশন সেখানে আইফোনের বিক্রি শুরু করবে। বর্তমানে সেখানে সেদেশেরই তৈরী স্যামসাং এবং এলজি ফোন সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। সেখানে আইফোন কতটা জনপ্রিয়তা লাভ করবে সেটা অনেকেরই আগ্রহের বিষয়। উল্লেখ করা যেতে পারে গতমাসে চীনে আইফোন বিক্রি শুরু হয়েছে। এছাড়া জাপান, ভারত এবং অষ্ট্রেলিয়ায় ও ব্যবহৃত হচ্ছে।
দক্ষিন কোরিয়ার বৃহত্তম মোবাইল সেবা প্রতিষ্ঠান এসকে টেলিকমের সাথেও এপলের কথা চলছে বলে জানা গেছে।
No comments:
Post a Comment